– কলকাতা প্রতিনিধি।
কলকাতার বুকে মহা সমারোহে পালিত হলো বাংলা নববর্ষ বরণের উদযাপন। গড়িয়া মোড় থেকে নাকতলা পর্যন্ত একটি বর্ণাঢ্য প্রভাত ফেরীর আয়োজন করে ‘বৈশাখী উৎসব ১৪৩০’ শিরোনামে। আয়োজনে ছিল বৈশাখী উৎসব কমিটি। লোকজ মুখোশ, বাংলার পালকি, পটচিত্র দিয়ে সাজানো ছিল যাত্রাপথ, ঢাকের বাদ্যি-তে মাতোয়ারা হয়েছিল সবাই। নতুনকে সকলে আহ্বান জানালো মহা উৎসাহে।
অংশগ্রহণে ছিল নাকতলা বয়েস স্কুল, শ্রীরামকৃষ্ণ আনন্দ আশ্রম, বলাকা সংস্কৃতি অঙ্গন, আলাপন, ছায়ানট (কলকাতা), সুরসঙ্গম, পথিক প্রেমী, অক্ষরকথা, সপ্তবর্ণা, শ্রুতি প্রয়াস, রিদিমিক সৌল এছাড়াও ছিলেন আরও বহু শিল্পী। পথচলতি বহু মানুষ এবং অঞ্চলের অনেক মানুষ অংশ নিলেন এই উৎসবে। ছোটদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।