– কলকাতা প্রতিনিধি।
গত ১৮ নভেম্বর দক্ষিন কলকাতার শরৎচন্দ্র বাসভবনে শরৎ সমিতির শরৎ পাঠচক্রের উদ্যোগে নজরুল-চর্চা কেন্দ্র ছায়ানট (কলকাতা) কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ -এর শতবর্ষ উদযাপন করে। ১৯২২ সালের ২৬ সেপ্টেম্বর ধূমকেতু পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ‘আনন্দময়ীর আগমনে’। এই কবিতায় ব্রিটিশ সরকার বিদ্রোহের উস্কানির গন্ধ পায় এবং পরবর্তীকালে নজরুলকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। অনুষ্ঠানের শুরুতে ছায়ানট-এর কর্ণধার সোমঋতা মল্লিক আলোচনা করেন কবিতাটি রচনার প্রেক্ষাপট এবং কবির জেলজীবন সম্পর্কে। আলোচক ও আবৃত্তিকার জি এম আবু বকর কবিতাটি বিশ্লেষণ করে এর ভাষার উৎকর্ষের দিক এবং ঐতিহাসিক প্রেক্ষিত নিয়ে আলোচনা করেন। পরে তিনি তাঁর তেজোদীপ্ত কণ্ঠে কবিতাটি পাঠ করে শ্রোতামন্ডলীকে উদ্দীপ্ত করেন। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে সোমঋতার সুদক্ষ পরিচালনায় ৮টি দেশাত্মবোধক নজরুল-সঙ্গীত পরিবেশন করেন ছায়ানট (কলকাতা) -এর শিল্পীবৃন্দ। অংশগ্রহণে – সোমা রায় বর্মন, রীণা রায়, গোপা দাস মজুমদার, গৌরী ধর এবং সুরূপা মল্লিক।
একক সঙ্গীত পরিবেশন করেন ছায়ানট (কলকাতা) – এর সভাপতি সোমঋতা মল্লিক।