– কলকাতা প্রতিনিধি।
বিদূষী দীপালি নাগের জন্মশতবর্ষে শরৎ সমিতির উদ্যোগে শরৎচন্দ্র বাসভবনে অনুষ্ঠিত হল একটি মনোজ্ঞ সন্ধ্যা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দীপালি নাগের শিষ্যা, নজরুল-সঙ্গীত শিল্পী ও গবেষক শ্রীমতী
কাকলী সেন। তাঁর গবেষণামূলক বই ‘ফৈয়াজী আলোকে নজরুল সঙ্গীত’। বইটিতে দীপালি নাগের সঙ্গে কাজী নজরুল ইসলামের সম্পর্ক এবং উস্তাদ ফৈয়াজ খাঁ তথা আগ্রা ঘরানার প্রভাব ও বিনিময়, নজরুলের গানকে
কিভাবে নতুন আলোয় উদ্ভাসিত করেছে-সেই বিষয়ে আলোকপাত করেছেন শ্রীমতী সেন। দীপালি নাগের পরিচালনায় একটি গানের অ্যালবামও প্রকাশিত হয়েছে বেশ কয়েক বছর আগে কাকলী সেনের কণ্ঠে। নির্মান করেছেন ‘পাঁচটি গানের গল্প’ নামাঙ্কিত একটি তথ্যচিত্র।
এই অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন আচার্য্য জ্ঞান প্রকাশ ঘোষের সুযোগ্য পুত্র বিখ্যাত তবলিয়া পণ্ডিত মল্লার ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ছায়ানট (কলকাতা)-এর সভাপতি সোমঋতা মল্লিক। বিদূষী দীপালি নাগের
প্রতি শ্রদ্ধা জানিয়ে ছায়ানটের শিল্পীরা সমবেতভাবে ২টি নজরুল-সঙ্গীত পরিবেশন করেন।