– মোশারফ হোসেন মুন্না।
বাবরের মতো পিতৃস্নেহে,
কতরাত তুমি জেগেছ শিয়রে
দেখেছি তোমার উদ্বিগ্ন আঁখি
চোখ মেলে নির্ঘুম রাতে।
বাদুর ডানার মতো-
সারারাত দোলে তালপাখাটা
তোমার পুণ্য হাতে।
আশৈশব আজও নিঃশ্বাসে
তোমার দেহের ঘ্রাণ।
শ্যামল মায়াবী আঁচলে বেঁধেছ
সারাটা জীবন।
অসীম মমতায় ছড়িয়েছ জ্ঞান
জাত-পাত ভুলে অনন্তকাল।
তোমার সেলফে সাজান আজো
গুলিস্তাঁ-বোস্তা।
হাফিজের বাণী, সাদি-জামি হয়ে
পথ খুঁজে নেয় বুলবুলি পাখা।
তুমিই শোনালে পরম আদরে
অমর পঙতিমালা-
“আগার আ-তুর্কে সিরাজী
বদাস্ত আয়াদ দেলেমারা।
বখালে হিন্দুহাস বখসাম
সমরকন্দো-বোখারারা”।
অমরাবতীর যাচিনা জীবন
তোমার আশিস শিরে লোভি যেন।
আজও ভালোবাসি, বড় ভালোবাসি
বাবা তোমায়।
দুঃখ যদি পাও কোনদিন
ক্ষমিও অধমে, করিও ক্ষমা আমায়।
তিনি বটবৃক্ষ, নিদাঘ সূর্যের তলে সন্তানের অমল-শীতল ছাঁয়া। তিনি বাবা। বাবার তুলনা তিনি নিজেই। বাবা শাশ্বত, চির আপন, চিরন্তন। বাবা মানে নির্ভরতার আকাশ আর নিঃসীম নিরাপত্তার চাদর। ‘মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোন ক্ষয়/ পিতৃস্নেহের কাছে হয়েছে মরণের পরাজয়’- সন্তানের প্রতি বাবার ভালোবাসা এতোটাই স্বার্থহীন যে, সন্তানের জন্য নিজের প্রাণ দিতেও তাঁরা কুণ্ঠাবোধ করেন না। আজ রবিবার ২১ জুন। বিশ্ব বাবা দিবস। বছরের এই একটি দিনকে প্রিয় সন্তানরা আলাদা করে বেঁছে নিয়েছেন। জুন মাসের তৃতীয় রবিবার সারা বিশ্বের সন্তানরা পালন করেন এই দিবস।
রাগ শাসন আর রাশভারী চেহারার আবডালে এই মানুষটির যে কোমল হূদয় তা মাতৃহূদয়ের চেয়ে কম নয়। ‘মা’ এর মতো ‘বাবা’ ও ছোট্ট একটি শব্দ, অথচ গভীরতা অতলান্ত-অসীম। বাবা স্বর্গ বাবাই ধর্ম। বাবা, দুটো অক্ষরের নাম যার মানে এক বিশাল সমুদ্র বা তার থেকেও বেশি। তবে আমরা কিন্তু বেশিরভাগ মানুষরাই বাবার থেকে মায়ের স্থানটাই আগে রাখি। মৌখিক কথা প্রচলিত ভাবে অনেক জায়গায় অনেকের মুখে সোনা যায় হয়তো আপনিও শুনে থাকবেন যে ছেলেরা একটু মা ভক্ত আর মেয়েরা একটু বাবা ভক্ত হয়ে থাকে। কিন্তু প্রত্যেক সন্তান তার বাবা আর মাকে ভীষণ ভালোবাসে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বেশ কিছু আমার চোখের সামনে দেখা যে মেয়েরা একটু বাবা বাবা বেশি করে আর ছেলেরা একটু মা মা বেশি করে। আমাদের জীবনে যাদের বাবা আর মা আছেন আমরা তারা অনেকটাই ভাগ্যবান বলে মনে করি আর এমন বহু মানুষ আছেন যাদের জীবনে এই মুহূর্তে বাবা নেই বা অনেকের থেকেও নেই। বাবা যেমনি হোকনা কেন সে একজন শুধু বাবা। কিন্তু আমরা বেশির ভাগ মাকে নিয়েই মেতে থাকি। হ্যাঁ একথা সত্যি যে মায়ের স্থান পৃথিবীতে কেউ নিতে পারবে না এমনকি বাবাও না। কিন্তু আমরা বাবারাও একটা অংশ। বাবাকে নিয়ে তেমনভাবে বলার মতন কিছু নেই। এই বাবাকে নিয়ে কত গান কত কবিতা তৈরি হয়েছে। যা শুনলে মনের ভেতরে বাবার জন্য ভালোবাসা নাড়া দিয়ে ওঠে। বাবা আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বলে বাবাকে জড়িয়ে ধরলে বাবা সব কিছু ভুলে সন্তানের জন্য দোয়া করবে। বাবা যেন একটা হিমালয়। সেই বাবা দিবসে বিশ্বের সকল বাবাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা। ভালো থেকো বিশ্বের সবার বাবা’রা।