– রোদেলা জয়ী।
ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২ উপলক্ষে মিউজিক অফ বেঙ্গল এর ব্যানারে সঙ্গীতশিল্পী কামাল আহমেদ ও আবৃত্তিকার/ অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী’র যুগল কন্ঠে গাওয়া কবিতার গানের মিউজিক ভিডিও ‘বজ্রকন্ঠের কবি’ প্রকাশিত হল। মিউজিক অফ বেঙ্গল এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিওর কবিতার গানটির কথা লিখেছেন কবি নির্মলেন্দু গুণ, সুর ও সঙ্গীত পরিচালনায় বিনোদ রায় দাস, ভিডিও নির্দেশনায় মোঃ আলমগীর হায়াত রুমন, সার্বিক নির্দেশনায় : কামাল আহমেদ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে উপজ্জীব্য করে প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতা অবলম্বনে এই মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ২২টি এ্যালবাম প্রকাশিত হয়েছে।
সঙ্গীতশিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ৭ (সাত) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন:
০১. সার্ক ক্যালচারাল সোসাইটি এ্যাওয়ার্ড (২০১০)
০২. বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন এ্যাওয়ার্ড (২০১৫)
০৩. অদ্বৈত মল্লবর্মণ এ্যাওয়ার্ড, মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়, ভারত (২০১৭)
০৪. বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এ্যাওয়ার্ড, আগরতলা, ত্রিপুরা, ভারত (২০১৭)
০৫. ফোবানা এ্যাওয়ার্ড, কানাডা (২০১৭)
০৬. রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা (২০১৮)
০৭. জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা (২০১৯)
সঙ্গীতশিল্পী কামাল আহমেদ এর কাছে গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, তিনি চান সঙ্গীত-ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে-সেই সঙ্গীত নিশ্চয়ই
গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও হৃদয়ে।