– সুব্রত মণ্ডল সৃজন।
বাংলা সঙ্গীতে পরিচিত কণ্ঠশিল্পী অবিনাশ বাউলের কণ্ঠে গত এক মাসে তিনটি মৌলিক গান রিলিজ হয়েছে। গানগুলো যেন একটু ভিন্নস্বাদের এবং গভীরতাও যেন একটু অন্যরকম!
জি সিরিজের ব্যানারে ‘বনমানুষ’ শিরোনামে আব্দুল সামাদের কথা ও সুরে এবং রুমি সেনের মিউজিকে ভিন্ন স্বাদের গান।
ড্রিম টাচ মিডিয়া থেকে ‘ভাল মন্দের নামই জীবন’ শিরোনামে রাজ কামালের লেখা, হুমায়ুনের সুরে এবং ইফতেখার হোসেন সোহেলের মিউজিকে চমৎকার একটি গান।
‘জোস এন্টারটেইনমেন্ট’ এর ব্যানারে ‘মিষ্টি ছলনা’ শিরোনামে আব্দুর রহিমের লেখা গানে সুর ও সঙ্গীতে রয়েছে বিজন।
শিল্পী অবিনাশ বাউল জানান, নতুন গান রিলিজ হবার অপেক্ষায় অনেকগুলো…
তার মধ্যে, সৈয়দ মিনারের লেখা ও সুরে এবং রুমি সেনের মিউজিকে তিনটি গান।
শ্রাবন বিশ্বাসের লেখা ও আমার সুরে এবং সোভন রায়ের মিউজিকে একটি গান।
রবিউল ইসলাম রবির লেখা ও আমার সুরে এবং অনিম খানের মিউজিকে একটি গান।
নবীন সিদ্দিকের লেখা ও সুরে এবং ইরফান টিপুর মিউজিকে ছয়টি গান।
জিয়াউরের লেখা ও সুরে এবং ইরফান টিপুর মিউজিকে আছে একটি গান।
উল্লেখ্য, সবগুলো গানই রিলিজের অপেক্ষায়। বেশিরভাগ গানের ভিডিও অডিও সম্পন্ন প্রায়। এবং সুব্রত মণ্ডল সৃজনের কথায় দুটি গানের কাজ চলছে, যা দ্রুতই প্রকাশ পাবে বলে আশা করা যায় বলে জানান তিনি।
সঙ্গীতস্রষ্টারা বেঁচে থাকুক তাদের সৃষ্টিকর্মের মাঝে চিরদিন। সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে শিল্পী অবিনাশ বাউলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা সহিত ভালোবাসা।