– রহমান ফাহমিদা, সহকারী-সম্পাদক।
যার মনে প্রাণে আজন্ম মিশে আছে সুর আর গান,
এক কথায় বলতে পারি তাঁর নাম শেখ সাদী খান।
শ্রদ্ধেয় শেখ সাদী খান একজন স্বনামধন্য সুরকার ও সঙ্গীত পরিচালক। যার জন্ম হয়েছে উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত সমৃদ্ধি পরিবারে। তার পিতা উপমহাদেশের বিখ্যাত সুর সাধক ওস্তাদ আয়েত আলী খাঁ। সুর সম্রাট আলাউদ্দিন খাঁ তার চাচা। তাইতো শেখ সাদী খানকে আজীবনের জন্য, সুর ও সঙ্গীত আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে।
তার সুর ও সঙ্গীতপরিচালনায় গান করেন এপারবাংলা ওপার বাংলার স্বনামধন্য শিল্পীবৃন্দ সহ দেশ-বিদেশের অনেক শিল্পীবৃন্দ।
শ্রদ্ধেয় শেখ সাদী খান তার কাজের প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল এবং সেই কারণে তিনি তার কাজের ক্ষেত্রে কখনো আপোষ করেননি। তাই সঙ্গীত জগতে তার অসামান্য অবদানের জন্য হয়েছেন সম্মানীত এবং পেয়েছেন বিভিন্ন পুরস্কার। যেমন- একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কারসহ পেয়েছেন বিভিন্ন সাংগঠনিক এবং সংস্কৃতিসেবী প্রতিষ্ঠান কর্তৃক সম্মাননা।
তারই ধারাবাহিকতায় তিনি সঙ্গীতাঙ্গনে অবদান রাখার জন্য গতকাল ২৪ ডিসেম্বর ২০২১, বাংলা একাডেমির প্রথাগত সম্মাননা ‘বাংলা একাডেমি ফেলোশিপ’ লাভ করলেন এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে।
সঙ্গীতাঙ্গন-এর পক্ষ থেকে ‘বাংলা একাডেমি ফেলোশিপ’ প্রাপ্তিতে, জনপ্রিয় সুরকার ও সংঙ্গীতপরিচালক শ্রদ্ধেয় শেখ সাদী খান-এর প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা সহ ফুলেল শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা।