asd
Thursday, November 21, 2024

‘রাজনীতির কবি’ এ্যালবাম নিয়ে বিজয় দিবসে কামাল আহমেদ…

বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ তারিখে মিউজিক অফ বেঙ্গল এর ব্যানারে শিল্পী কামাল আহমেদের ২১তম অডিও এ্যালবাম ‘রাজনীতির কবি’ প্রকাশিত হলো। মিউজিক অফ বেঙ্গল এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা সম্পন্ন করা হয়। ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়া একই সাথে এই অডিও এ্যালবামের অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে।

‘রাজনীতির কবি’ এ্যালবামের স্পন্সার করে সার্বিক সহযোগিতা করেন (ক) স্টার ডেলটা ইঞ্জিনিয়ার্স লিঃ (খ) সিগমা গ্রুপ (গ) ইউনাইটেড পাউয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ এবং (ঘ) স্পেকট্রা গ্রুপ। বঙ্গবন্ধুকে নিবেদিত ১৪টি মৌলিক গান নিয়ে সাজানো এই এ্যালবাম। গানগুলো হলো –

এক অপেক্ষার প্রহর গুনছে বাঙালি – কথা : মুজাহিদুল হক লেনিন, সুর ও সঙ্গীত : মুজাহিদুল হক লেনিন।
জানি, ফিরে আসবে না পিতা – কথা : নাসির আহমেদ, সুর ও সঙ্গীত : শাহীন সরদার।
তিনিই মুজিব যার ভাষণে – কথা : জীবন চৌধুরী, সুর ও সঙ্গীত : মিল্টন খন্দকার।
উত্তাল মার্চের সাত – কথা : কবির বকুল, সুর ও সঙ্গীত : আনিসুর রহমান তনু।
আজ সতেরই মার্চ – কথা : ফজল-এ-খোদা, সুর ও সঙ্গীত : বিশ্বজিৎ সরকার।
বঙ্গবন্ধু আমার চলায় – কথা : খন্দকার আবদুল মোতালেব, সুর ও সঙ্গীত: ফরিদ আহমেদ।
বঙ্গবন্ধু স্বপ্ন সাহস – কথা : নাসির আহমেদ, সুর ও সঙ্গীত : আজাদ মিন্টু।
পিতা তোমাকে হারিয়ে – কথা : শাফাত খৈয়াম, সুর ও সঙ্গীত : জামিউর রহমান লেমন।
ঢেউয়ের নদী প্রাণের নদী – কথা : শিহাব শাহরিয়ার, সুর ও সঙ্গীত : ইবনে রাজন।
এক জীবনে এতো ভালোবাসা – কথা : ফেরদৌস হোসেন ভুঁইয়া, সুর ও সঙ্গীত : আনিসুর রহমান তনু।
‘ম’তে মুজিব মুজিব মানে মুক্তি – কথা: অনু ইসলাম, সুর ও সঙ্গীত: মোঃ শাহ নেওয়াজ।
আকাশের মত যার উদার হৃদয় – কথা : নাসির আহমেদ, সুর ও সঙ্গীত : বাসুদেব ঘোষ।
হে মহান নেতা বঙ্গবন্ধু – কথা : শাফাত খৈয়াম, সুর ও সঙ্গীত : দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
মুজিবের নাম জয় বাংলা – কথা : ফজল-এ-খোদা, সুর ও সঙ্গীত : শেখ সাদী খান।

গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ২১টি এ্যালবাম প্রকাশিত হয়েছে। গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত – ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে – সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles