asd
Friday, November 22, 2024

লেজার ভিশনের গত একমাসের উপহার…

– সুব্রত মণ্ডল সৃজন।

বাংলা সঙ্গীত অঙ্গনে লেজার ভিশন একটি পরিচিত নাম। যার প্রতিষ্ঠাকাল ১৯৯৬ এবং প্রতিষ্ঠাতা-মাজহারুল ইসলাম। লেজার ভিশন একটি সঙ্গীত প্রকাশনা প্রতিষ্ঠান। যেখান থেকে নিত্য নতুন গান প্রকাশ হচ্ছে যা শ্রোতাদের আনন্দের খোরাক যোগাচ্ছে। সেইসাথে শিল্পী ও শিল্পকেও করছে প্রতিষ্ঠিত।

লেজার ভিশন বাংলাদেশের একটি স্বতন্ত্র রেকর্ড লেবেল। দ্য ডেইলি স্টার লেজার ভিশন কোম্পানিকে দেশের শীর্ষ রেকর্ড লেবেলগুলির একটি হিসাবে বর্ণনা করেছে।

আজ জনতে পারবেন, গত একমাসে এই লেজার ভিশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানগুলো সম্পর্কে। এখানে থাকছে একাধারে- গানের শিরোনাম, কণ্ঠশিল্পী, গীতিকবি, সুরকার ও সঙ্গীতায়োজক। আশাকরি এখান থেকে আপনারা নতুন নতুন গান সম্পর্কে পাবেন নতুন নতুন তথ্য-

প্রেমের আগুন – শিরোনামে গানটির সুর ও শিল্পী-শফি মন্ডল। গীতিকবি-কাওসার আহমেদ কাজল। খান মাহির পরিচালনায় আরফিন রুমির কম্পোজিশনে প্রকাশ হয়েছে।

কানা কি আর চিনে সোনা – এই গানটিরও সুর ও শিল্পী-শফি মন্ডল। গীতিকবি-কাওসার আহমেদ কাজল। খান মাহির পরিচালনায় আরফিন রুমির কম্পোজিশনে প্রকাশ হয়েছে।

সখি আইসো ভালোবাইসো – মেহেদী হাসান লিমনের কথায় ও নেরু’র মিউজিকে বাউল সুকুমারের চমৎকার কণ্ঠে গানটি ফুঁটে উঠেছে।

আরমান আলিফের কথা, সুর ও কণ্ঠে আছে – আগুন নামের একটি গল্পসমৃদ্ধ গান। যার মিউজিক করেছেন সজীব এবং গল্প ও পরিচালনায় রয়েছে জিয়াউদ্দিন আলম।

ও বাবু ও সোনা – শিরোনামে ‘জাস্ট ফ্রেন্ড’ নাটকের গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব ও আয়েশা। যার সুর করেছেন সজীব নিজেই এবং পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ রাকিব।

এছাড়াও আছে, বকুল ফুল বকুল ফুল ও পাহাড়ি মাসাপ, নামে দুটি গান প্রকাশ করেছেন যার প্রথমটির কণ্ঠশিল্পী ইসরাত জাহান জুঁই আর দ্বিতীয়টির কণ্ঠশিল্পী সুমি মির্জা। উভয় গানের কথা ও সুর সংগৃহীত বলে উল্লেখ করেছেন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles