– সুব্রত মণ্ডল সৃজন।
সঙ্গীতের উৎকর্ষ সাধন এবং বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার লক্ষ্যে সঙ্গীতশিল্পী ও উদ্যোক্তা ধ্রুব গুহ তার প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন নিয়ে যাত্রা শুরু করেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি আকাশচুম্বী সাফল্য অর্জন দেখিয়েছে। নবীন-প্রবীণ শিল্পীদের নিয়ে একের পর এক নতুন গান ও এর নান্দনিক মিউজিক ভিডিও নির্মাণ এবং মুক্তি দিয়ে দর্শক-শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছে। ধ্রুব মিউজিক স্টেশন এখন শ্রোতা-দর্শকের কাছে এক অপরিহার্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
ধ্রুব মিউজিক স্টেশন গত একমাসে দর্শক-শ্রোতাদের যে গানগুলো উপহার দিয়েছেন সেসব গান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসম্ভার নিয়েই এই আয়োজন।
মেঘলা কালো চুল – মাহতিম সাকিবের কণ্ঠের গানটির গীতিকবি মাসরিপ আল দ্বীন। সুর করেছেন মাহতিম সাকিব নিজেই এবং মিউজিক করেছেন তাসনুভ বুলেট শুভ।
তপন চৌধুরীর কণ্ঠে আছে – খেলাঘর। যার কথা, সুর ও মিউজিকে রয়েছেন তানভীর তারেক।
সোনা বন্ধুরে – গানটিতে কণ্ঠশিল্পী হিসেবে আছেন জাহেদ পারভেজ পাভেল এবং কথা লিখেছেন জুয়েল ও নাসিফ। কম্পোজ করেছেন আদিব ও জুয়েল। এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন আদিব কবির।
প্রদীপ সাহার কথায় এবং জে আলমের কণ্ঠে – প্রথম ছোঁয়া, গানটির সুরকার অভি আকাশ এবং মিউজিক করেছেন মুসফিক লিটু।
মিলন মাহমুদের কণ্ঠে – কেন তার নাম- গানটির কথা, সুর ও মিউজিক করেছেন রবিন রউফ।
অন্য আমি – শিরোনামের গানের সুরকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসান। যার কথা লিখেছেন শামিম রেজা এবং মিউজিক করেছেন আমজাদ হোসাইন।
জিসান খান শুভ’র কথা ও সুরে আছে – পাগলেরই বেশ, গানটিতে কণ্ঠ দিয়েছেন টিনা রাসেল এবং মিউজিক করেছেন নাভেদ পারভেজ।
অপু আমানের সুর, সঙ্গীতে এবং অরুন সরকারের গীতিকথায় – নন্দের দুলাল- গানটিতে কণ্ঠ দিয়েছে চম্পা বনিক, বাঁধন সরকার পূজা, কিশোর দাশ, সিঁথি সাহা ও সন্দীপন দাশ।
শিহাব শাহীনের পরিচালনায় – স্বামীর ১০টি বদভ্যাস, নাটকের জন্য – কয়লা ধুইলে ময়লা যায় না- গানটির কথা লিখেছেন ত্রই ইসলাম, সুর করেছেন শাওন গানওয়ালা ও আদিব এবং মিউজিক অ্যারেঞ্জমেন্টও করেছেন আদিব। সর্বোপরি গানটির শিল্পী জুয়েল মোর্শেদ।
আমেনা তাওসিরাতের কথা ও সুরে বঙ্গবন্ধুকে নিয়ে – অবাক পিতা – গানটির কণ্ঠশিল্পী রফিকুল আলম এবং মিউজিক করেছে অভিজিৎ জিতু।
যত দূরে যাও – দেওয়ান লালন আহমেদ এর কথায় এবং রাজিব হোসেনের সুর, সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন শিল্পী মিজান।
মেঘ বলেছে যাব যাব এবং গহন কুসুম কুঞ্জ মাঝে – শিরোনামে দুটি রবীন্দ্রসঙ্গীতও রিলিজ করেছে যার প্রথমটিতে কণ্ঠ দিয়েছেন অনিমা রায় এবং মিউজিক করেছেন তানভীর তারেক। দ্বিতীয়টিতে কণ্ঠ দিয়েছেন নন্দিতা মুখার্জী আর মিউজিক করেছেন পার্থ পাল।
উল্লেখ্য যে, উপর্যুক্ত সবগুলো গানের লেবেল ধ্রব মিউজিক স্টেশন এর। সবগুলো গানই অত্যন্ত চমৎকার ভাবে ফুঁটিয়ে তোলা হয়েছে।