জন্মদিনে মুক্তিযোদ্ধা ও কণ্ঠশিল্পী লীনু বিল্লাহ…

– সুব্রত মণ্ডল সৃজন।

মুক্তিযোদ্ধা ও সত্তর-আশির দশকের আলোচিত কণ্ঠশিল্পী মঞ্জুরুল আলম বিল্লাহ। যিনি সঙ্গীতশিল্পী লীনু বিল্লাহ নামে পরিচিত। একাত্তরে ক্র্যাক প্লাটুনের সদস্য লীনু বিল্লাহ দেশের প্রথম দিকের অন্যতম ব্যান্ড ‘জিঙ্গেল’-এর সদস্য। ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য। আজ ৪ সেপ্টেম্বর তার জন্মদিন।

যে ভাবেই বাঁচি বেঁচে তো আছি
আমার নাটাই সুতা
দেখোনা আমার চোখে
কেন দেরি করে এলে বন্ধু
গীতি কেমন আছো
অন্তর আমার
পথের মাঝে
বুকের ভিতর থাকনা কিছু
আমি আজ হেরে গেলাম, ইত্যাদি জনপ্রিয় গানের শিল্পী যিনি তিনি লীনু বিল্লাহ।

জন্মদিন উপলক্ষে তিনি বলেন, বৈশ্বিক মহামারীর কারণে এ বছর জন্মদিনে তেমন কোনো আয়োজনই নেই। এমনকি ঘরোয়া ভাবেও না। তবে শুধু এতটুকুই বলবো যে, দেশবাসী সবাই যেন আমার জন্য দোয়া করে, আমি সবার কাছে দোয়াপ্রার্থী। আর স্রষ্টার কাছে আমিও সকলের জন্য কল্যাণ প্রার্থনা করি।

সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে এই গুণী শিল্পীর প্রতি রইলো জন্মদিনে ভালোবাসাসহ শুভেচ্ছা। সৃষ্টিকর্তা তার চির কল্যাণ করুন। সেইসাথে বিশ্ববাসীকে হোক মহামারী মুক্ত।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles