– প্রেস রিলিজ।
গত ৬ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ২২ শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে মিউজিক অফ বেঙ্গল এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ এর ২০তম অডিও এ্যালবাম ‘তোমার অসীমে’ প্রকাশিত হলো। মিউজিক অফ বেঙ্গল এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স হিসেবে আপলোডের মাধ্যমে এই অডিও এ্যালবামের প্রকাশনা সম্পন্ন করা হয়। মিউজিক অফ বেঙ্গল এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়াও একই সাথে এই অডিও এ্যালবামের অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১০টি পূজা পর্যায়ের গান নিয়ে সাজানো এই এ্যালবামটি। এ্যালবামের গানগুলো হলো-
০১. পথের শেষ কোথায়
০২. জীবনমরণের সীমানা ছাড়ায়ে
০৩. আছে দুঃখ, আছে মৃত্যু
০৪. তোমার অসীমে প্রাণমন লয়ে
০৫. তোমার কাছে এ বর মাগি
০৬. আমার সুরে লাগে তোমার হাসি
০৭. তুমি যে আমারে চাও
০৮. আমার মাথা নত করে
০৯. মাঝে মাঝে তব দেখা পাই
১০. দিনের শেষে ঘুমের দেশে
গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সঙ্গীতশিল্পী কামাল আহমেদ এর ২০টি অডিও এ্যালবাম প্রকাশিত হয়েছে। কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ সাতটি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন।
সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত – ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে – সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। সঙ্গীতশিল্পী কামাল আহমেদ এর প্রতি সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে অনেক শুভকামনা।