– প্রেমা রহমান।
মানব চরিত্রের বৈশিষ্ঠে যেমন মায়া, মমতা, ভালোবাসা আছে তেমনই তার বিপরীতে রাগ, মান-অভিমানও আছে। এক সময় দেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু’র ‘ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়’ গান দিয়েই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ২০০১ সালে ‘ও প্রিয়া তুমি কোথায়’ নামে সাউন্ডটেক ব্যানার থেকে একটি একক গানের এ্যালবাম প্রকাশ হয়েছিল। যে এ্যালবামের প্রতিটি গানই পেয়েছিল, আকাশচুম্বী জনপ্রিয়তা। এ্যালবামের সব গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেন ইথুন বাবু। কিন্ত ঐ যে, প্রথমেই বলেছি মানব চরিত্রের বৈশিষ্ট্য মান-অভিমান! সেই মান-অভিমানের কারণেই প্রায় দুই দশক তাঁদের এক সাথে গান করতে দেখা যায় নি। তবে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি মান-অভিমান ভুলে গিয়ে তাঁরা আবার একসাথে গানের কাজ শুরু করেন। মাঝে মধ্যেই তখন থেকে তাঁদের যৌথ রসায়নে আসতে থাকে নতুন গান।
যে প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে সফলতা পান তারা সেই সাউন্ডটেক এর ব্যানারে ১২ বছর পর গান করছেন আবার। গানের শিরোনাম ‘একা’। আবারও জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু’র কথা, সুর ও সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। এই গানটি গত ২১ জুলাই (২০২১), সাউন্ডটেক ব্যানার থেকে ঈদ স্পেশাল গান হিসেবে ইউটিউব-এ রিলিজ হয়। এই কয়েকদিনেই লক্ষ ভিউয়ারস ছাড়িয়েছে গানটির।
সঙ্গীতাঙ্গন-এর পক্ষ থেকে এই গানটির সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি রইল অনেক অনেক শুভকামনা।