– রহমান ফাহমিদা, সহকারী সম্পাদক।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় কিংবদন্তি গণসংগীতশিল্পী ফকির আলমগীর শুক্রবার (২৩, জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাক করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে এই কিংবদন্তি শিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য ভক্ত শ্রোতা রেখে গেছেন।
গত ১৪ জুলাই করোনা পজিটিভ ধরা পড়ে ফকির আলমগীরের। এরপর ১৫ জুলাই তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ১৮ জুলাই লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।
জনপ্রিয় গণসংগীত শিল্পী ফকির আলমগীরকে হারিয়ে, সঙ্গীতজগত সঙ্গীতের এক কালজয়ী নক্ষত্রকে হারাল।
সঙ্গীতাঙ্গন-এর পক্ষ থেকে এই কিংবদন্তি গণসংগীত শিল্পী ফকির আলমগীরের প্রতি রইল অসীম শ্রদ্ধা ও ভালোবাসা এবং স্যালুট জানাই এই বীর মুক্তিযোদ্ধকে। তিনি আজীবন বেঁচে থাকবেন তাঁর ভক্ত শ্রোতা সকলের মাঝে।
আল্লাহ্ তাঁকে জান্নাতবাসী করুন, আমীন।