– রোদেলা জয়ী।
পবিত্র ঈদ-উল-আযহা ২০২১ উপলক্ষে মিউজিক অফ বেঙ্গল এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ ও চম্পা বনিকের যুগল কন্ঠে গাওয়া গানের মিউজিক ভিডিও ‘কৃষ্ণচূড়া স্মৃতি’ প্রকাশিত হলো। মিউজিক অফ বেঙ্গল এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিওর গানটির কথা লিখেছেনফেরদৌস হোসেন ভূঁইয়া, সুর ও সঙ্গীত পরিচালনায় প্রয়াত ফরিদ আহমেদ, চিত্রগ্রহণ এবং ভিডিও নির্দেশনায় জামিউর রহমান লেমন।
‘এখনো সেই কৃষ্ণচূড়ার ডাল’ গানটি নেওয়া হয়েছে কামাল আহমেদ ও সহশিল্পীদের গাওয়া দ্বৈত কন্ঠে গানের অডিও এ্যালবাম ‘নীল সমুদ্র’ হতে। এই এ্যালবামে শিল্পী কামাল আহমেদ ও সহশিল্পীবৃন্দের ১৪ (চৌদ্দ)টি গান রয়েছে। গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালো লাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ১৯টি এ্যালবাম প্রকাশিত হয়েছে। শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ সাতটি জাতীয় ও আর্ন্তজাতিকপদক লাভ করেন।
সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত – ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে – সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।