– সুব্রত মণ্ডল সৃজন।
‘ও সখিনা গেছোস কিনা ভুইলা আমারে…”সহ অসংখ্য গানখ্যাত শিল্পী ও ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ফকির আলমগীর। যার দেশীয় পপ সঙ্গীতেও রয়েছে ব্যাপক অবদান। যিনি ১৯৬৬ সাল থেকে বর্তমান অবধি বাংলা সঙ্গীতাঙ্গনে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন।
গণসঙ্গীতের এই কিংবদন্তি সঙ্গীতশিল্পী ফকির আলমগীর বর্তমানে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, গতকাল (১৫ জুলাই) সন্ধ্যার পর তাঁর তীব্র শ্বাসকষ্ট দেখা দেয় এবং তাদের পুরো পরিবার সন্ধ্যার পর থেকে ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে অবশেষে রাত বারোটার দিকে ভাগ্যক্রমে ইউনাইটেড হাসপাতালে কোভিড আইসিইউ-তে একটি বেড পাওয়া যায় এবং বিভিন্ন টেস্টের মাধ্যমে ফলাফল তিনি করোনা পজিটিভ এবং ফুসফুস ৭৫ শতাংশ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরো জানা যায়, ইতোপূর্বে তিনি এক এক করে করোনার দুই ডোজ ভ্যাকসিনও গ্রহণ করেন।
এছাড়াও কিছুদিন আগেই তার এক চোখের ছানি অপারেশন হয়েছে, আরেকটি দুই মাস পরে করার কথা আছে।
৬৯-এর গণঅভ্যুত্থানে রয়েছে তার বিশেষ ভূমিকা এবং ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে একজন শব্দ সৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদান করেন।
আসুন, আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে বাংলার এই উজ্জ্বল নক্ষত্রের দ্রুত সুস্থতা প্রার্থনা করি। আবার ফিরে পাবো তাঁকে আমরা বাংলার সঙ্গীত আকাশে। সেই সাথে আরো প্রার্থনা করি, হে মহান সৃষ্টিকর্তা! তোমার সন্তানদের এই মহামারি থেকে তুমি রক্ষা করো। পৃথিবীকে দেখাও আলোর মুখ।