– সুব্রত মণ্ডল সৃজন।
কবির বকুলের কথা ও ইমন চৌধুরীর সুর সঙ্গীতে তৈরী ‘সম্প্রীতি ও সাহসের গান’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও ভারত মিলে মোট ছয়জন গুণী শিল্পী। যার মধ্যে বাংলাদেশের তিনজন হলেন- কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী ও চন্দন সিনহা। আর ভারতের যে তিন গুণী শিল্পী তারা হলেন- রাঘব চট্টোপাধ্যায়, ঊষা উত্থুপ ও জয় সরকার।
গানটির কথা-
‘এসো এসো সুন্দরে
এসো সত্যে
এসো আনন্দে
স্বপ্ন গড়তে….’ সুন্দর কথার গানটি সাহসের সাথে চমৎকার ফুঁটে উঠেছে। যা আশা করা যায় সকলের হৃদয়েই গানটি রেখাপাত করবে।
গানটি প্রসঙ্গে গীতিকার কবির বকুলের ভাষ্যে জানা যায়, এই গানটির নাম দিয়েছি ‘সম্প্রীতি ও সাহসের গান’ বৈশ্বিক এই সংকটকালে আমাদের প্রার্থনা জায়গাগুলো এক। তাই দুই বাংলার বড় শিল্পীদের এই সমন্বয়। একই সময়ে এমন একটি সময়ে এবারের ইদ। যে সময় প্রতিবেশী দুই দেশ, ভারত ও বাংলাদেশ আক্রান্ত। সেই ভাবনা থেকেই এই সম্প্রীতি আর সাহসের প্রকাশ করার চেষ্টা করেছি।
আরো জানা যায়, গানটি ইদ আনন্দমেলায় রাত সাড়ে দশটায় প্রচার হবে আর প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।
জয় হোক বাংলা গানের, জয় হোক সম্প্রীতির।