– সুব্রত মণ্ডল সৃজন।
অতি প্রিয় ও পরিচিত মানুষ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য।
১৪ জুলাই, ১৯৪৪ খ্রিস্টাব্দ সিলেটে অনুপ ভট্টাচার্যের জন্ম।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলো’ – এমন অনেক ঐতিহাসিক সমবেত গানের অন্যতম কণ্ঠশিল্পী অনুপ ভট্টাচার্য। এছাড়াও মিতালী মুখার্জির কণ্ঠে ’সুখ পাখিরে’, রফিকুল আলমের কণ্ঠে ‘বৈশাখী মেঘের কাছে’ সহ এমন অসংখ্য গানের সুরস্রষ্টাও তিনি। রবীন্দ্রসংগীত তাঁর কণ্ঠে মানাতো দারুণ! গাইতেনও দারুণ!
গতকাল বৃহস্পতিবার (০৬ মে, ২০২১) আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে ৭৭ বছর বয়সে রাজধানীর ‘আসগর আলী হাসপাতালে’ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনুপ ভট্টাচার্য।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিকে ভুগছিলেন।
এই মহান সঙ্গীতজ্ঞের প্রয়াণে গভীর শোক, শ্রদ্ধা এবং তাঁর বিদেহ আত্মার শান্তি প্রার্থনা রইলো সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে।
আমাদের বিশ্বাস, অনুপ ভট্টাচার্য তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে সঙ্গীতপ্রেমী মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।