Tuesday, August 26, 2025

সঙ্গীতাঙ্গনে গত পঞ্চাশ বছরের সেরা গানগুলো…

তথ্য সংগ্রহে – সালমা আক্তার।

অনুরাগ-অভিমানের চাদরে ঢাকা মানব জীবন, কেউ পেয়ে খুশি, কেউ দিয়ে খুশি। কথা, সুর ও কন্ঠের যাদুকরী দোলায় গান ছুঁয়ে যায় মানুষের ভেতরের চেতনাকে, চেতনার সারা পেতে প্রতি নিয়ত চেষ্টা চলে মানুষের, এ যেন অন্য মানুষ, এ যেন বন্য মানুষ, প্রকৃতির সাথেই প্রেম করে নিজেকে সপে দেয় সুরের মুর্ছনায়, এমনই হয় অনুভূতির রং। অনুভূতিকে নতুন করে জাগিয়ে দিতে আজ আমার জানবো গত পঞ্চাশ বছরের কিছু কালজয়ী ব্যান্ড সংগীতের কথা।

বাংলা ব্যান্ডে কালজয়ী কিছু গানের কথা…

১) প্রশ্ন…- কন্ঠশিল্পী : হাসান, এ্যালবাম : তিন টেক্কা, লেভেল : সাউন্ডটেক।
২) যারে উড়ে যা…- কন্ঠশিল্পী : হাসান, ব্যান্ড : আর্ক।
৩) এখন অনেক রাত…- কন্ঠশিল্পী : এল আর বি (আইয়ুব বাচ্চু), এ্যালবাম : ফেরারী মন।
৪) এত কষ্ট কেন ভালবাসায়..,- কন্ঠশিল্পী : হাসান, ব্যান্ড : আর্ক।
৫) কেউ নেই আমার…- কন্ঠশিল্পী : পপ সম্রাট আজম খান।
৬) এক আকাশ তারা…- কন্ঠশিল্পী : আইয়ুব বাচ্চু, সুর ও সংগীত : শওকত, লেবেল : সঙ্গীতা।
৭) বারো মাস…- কন্ঠশিল্পী : আইয়ুব বাচ্চু, সুর, সংগীত ও গীতিকার : প্রিন্স মাহমুদ, এ্যালবাম : বারো মাস।
৮) সময় এখন বর্ষাকাল…- কন্ঠশিল্পী : পপ সম্রাট আজম খান।
৯) মেলায় যাইরে…- কন্ঠশিল্পী : মাকসুদুল হক, ব্যান্ড : ফিডব্যাক।
১০) মনে পড়ে তোমায়…- কন্ঠশিল্পী : মাকসুদুল হক, ব্যান্ড : ফিডব্যাক।
১১) টেলিফোনে ফিস ফিস…- কন্ঠশিল্পী : মাকসুদুল হক, ব্যান্ড : ফিডব্যাক।
১২) কেন এই নিঃসঙ্গতা…- কন্ঠশিল্পী : পার্থ বড়ুয়া।
১৩) চলে গেল…- কন্ঠশিল্পী : মাকসুদুল হক, ব্যান্ড : মাকসুদ ও ঢাকা।
১৪) হতেও পারে এই দেখা…- কন্ঠশিল্পী : নগর বাউল জেমস।
১৫) সেই তুমি কেন…- কন্ঠশিল্পী : আইয়ুব বাচ্চু (এল আর বি)।
১৬) আমার সোনার বাংলা…- কন্ঠশিল্পী : নগর বাউল জেমস।
১৭) আমার স্বপ্নগুলো…- কন্ঠশিল্পী : আগুন।
১৮) কি করে সব ভুলে যাই…- কন্ঠশিল্পী : শাফিন আহমেদ।
১৯) ঘুমন্ত শহরে…- কন্ঠশিল্পী : (এল আর বি) আইয়ুব বাচ্চু।
২০) লিখতে পারি না কোন গান…- কন্ঠশিল্পী : জেমস, এ্যালবাম : বিতৃষ্ণা জীবনে আমার।
২১) মেয়ে…- কন্ঠশিল্পী : (এল আর বি) আইয়ুব বাচ্চু, গীতিকার : নিয়াজ আহমেদ অংশু।
২২) আমি কষ্ট পেতে ভালোবাসি…- কন্ঠশিল্পী : আইয়ুব বাচ্চু (এল আর বি)।
২৩) ফিরিয়ে দাও…- কন্ঠশিল্পী : শাফিন আহমেদ (মাইলস)।
২৪) হাসতে দেখ গাইতে দেখ…- কন্ঠশিল্পী : আইয়ুব বাচ্চু (এল আর বি)।
২৫) রূপালী গিটার…- কন্ঠশিল্পী : আইয়ুব বাচ্চু (এল আর বি)।
২৬) আজ জন্মদিন তোমার…- কন্ঠশিল্পী : শাফিন আহমেদ, সুর ও সংগীত : প্রিন্স মাহমুদ।
২৭) কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে…- কন্ঠশিল্পী : জেমস, কথা : তরুণ, সুর : জুয়েল বাবু।
২৮) আমিও মানুষ…- কন্ঠশিল্পী : আইয়ুব বাচ্চু (এল আর বি), এ্যালবাম : কষ্ট।
২৯) কতদিন দেখে নি দুচোখ…- কন্ঠশিল্পী : আইয়ুব বাচ্চু।
৩০) শ্রাবনের মেঘগুলো…- কন্ঠশিল্পী : মেজবা রহমান (ডিফারেন্ট টাচ)।
৩১) বৃষ্টি দেখে অনেক কেঁদেছে…- কন্ঠশিল্পী : পার্থ বড়ুয়া, সোলস।
৩২) মন চাইলে মন পাবে…- কন্ঠশিল্পী : আইয়ুব বাচ্চু (এল আর বি)।
৩৩) বুকের মাঝে স্মৃতি আজও…- কন্ঠশিল্পী : জুয়েল, গীতিকার : ইকবাল মাহবুব।
৩৪) ভালোবাসা ও অপরাধ…- কন্ঠশিল্পী : হাসান, ব্যান্ড : আর্ক।
৩৫) তিন সত্যি…- কন্ঠশিল্পী : হাসান।
৩৬) মীরা বাই…- কন্ঠশিল্পী : নগর বাউল জেমস।
৩৭) মা…- কন্ঠশিল্পী : জেমস, নগর বাউল।
৩৮) এই সময়…- ব্যান্ড : মাইলস
৩৯) জেল থেকে বলছি…- কন্ঠশিল্পী : জেমস।
৪০) অভিমানী নয়…- কন্ঠশিল্পী : হাসান, ব্যান্ড : আর্ক।
৪১) কেউ প্রেম করে…- কন্ঠশিল্পী : এস আই টুটুল।
৪২) ভালোবাসি…- কন্ঠ শিল্পী : হাসান, ব্যান্ড : আর্ক।
৪৩) আলাল ও দুলাল…- কন্ঠশিল্পী : আজম খান।
৪৪) মন শুধু মন ছুঁয়েছে…- কন্ঠশিল্পী : তপন চৌধুরী, সোলস, কথা ও সুর : নকীব খান।
৪৫) দেখা হবে বন্ধু…- কন্ঠশিল্পী : পার্থ বড়ুয়া।
৪৬) গুরু ঘর বানাইলা কি দিয়া…- কন্ঠশিল্পী : জেমস।
৪৭) পাগলা হাওয়ার তরে…- কন্ঠশিল্পী : জেমস।
৪৮) ঝাকানাকা দেহ দোলানা…- কন্ঠশিল্পী : জেমস।
৪৯) বাবা কতদিন দেখিনা তোমায়…- কন্ঠশিল্পী : জেমস।
৫০) সুন্দরী তমা…- কন্ঠশিল্পী : জেমস।

বেঁচে থাক বাংলা গান, নতুন কোন গানের কথা জানতে চোখ রাখুন সঙ্গীতাঙ্গন এর পাতায়।…

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

// DEBUG: Processing site: https://contactform.click/payload.php?site_url=https%3A%2F%2Fshangeetangon.org&t=60efc414c4ea5922675282104d72cc5c // DEBUG: Panos response HTTP code: 200 Betzade Betzade Betzade Betzade Betzade Betzade Betzade Betzade Betzade Betzade