– প্রেমা রহমান।
পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি
চির কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী
অর্ধেক তার নর…।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, নারী ও পুরুষকে এভাবেই দেখেছেন। বর্তমানে আধুনিকতার স্রোতের ধারায় বিশ্বে বিভিন্ন দিবস উৎযাপনের সাথে সাথে বিশ্ব নারী দিবসও যুক্ত হয়েছে। বিশ্ব নারী দিবসের এই দিনে বাংলাদেশে নারীদের নিয়ে নানান অনুষ্ঠান পালন করা হয় তেমনই কবিতা, গানও বাদ যায় না। তাই নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গীতিকবি অধরা জাহান একটি গান রচনা করেছেন। গানের শিরোনাম ‘শোন পৃথিবী শোন’। এই গানের সুর করার মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও সুরকার হিসেবে যাত্রা শুরু হলো আলম আরা মিনু। গানটির সঙ্গীতায়োজন করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক মানাম আহমেদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন- রুমানা ইসলাম, আঁখি আলমগীর, রিজিয়া পারভীন, কণা, ন্যান্সি, নিশিতা বড়ুয়া, অবন্তী সিঁথি এবং আলম আরা মিনু নিজেও। গানটিতে কবিতা আবৃত্তি করেছেন বুলবুল মহলানবিশ, অর্পা এবং অধরা জাহান। গানটিতে নৃত্য পরিবেশন করেছেন চাঁদনী। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন দীপু হাজরা।