– সুব্রত মন্ডল।
খ্যাতিমান ড্রামার ও ব্যান্ডদল সোলসের প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বড়ুয়া রনি। প্রায় এক বছর ধরে তিনি ফুসফুস ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। বর্তমানে দেশের রাজধানীর মিরপুরের ডেল্টা হাসপাতালে চিকিৎসা চলছে তার।
রনি’র বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, মাঝখানে তার অবস্থার বেশ উন্নতি হয়েছিল। কিন্তু ৬টি কেমো থেরাপি দেওয়ার পর অবস্থার অবনতি হয়। ফুসফুস থেকে ক্যান্সার হাড়েও ছড়িয়ে পড়েছে। বলতে কষ্ট হচ্ছে, অবস্থা বেশি সুবিধাজনক নয়। তারপরও সকলের চেষ্টা অব্যাহত রয়েছে, চিকিৎসা চলছে। বাকিটা সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবে সবাই রনির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।
খ্যাতিমান ড্রামার রনির রোগ মুক্তির জন্য সবার শুভকামনা প্রার্থনা করেছেন তার পরিবারের সদস্যরাও।
সঙ্গীতে প্রায় পাঁচ দশক ধরে কাজ করে আসছেন ড্রামার সুব্রত বড়ুয়া রনি। স্বাধীনতার ঠিক পরের বছর চট্টগ্রামের কয়েকজন গান পাগল তরুণ নিয়ে গঠন করেন গানের দল সোলস, যাদের অন্যতম একজন সুব্রত বড়ুয়া রনি। সেই ব্যান্ডের হয়েই সুদীর্ঘ পথচলা তার। তাঁর চাওয়া গানে গানে আলোর সন্ধান।