– আফরোজ মিম।
নতুন বছরে মিউজিক অফ বেঙ্গল থেকে প্রকাশ হয়েছে কন্ঠশিল্পী কামাল আহমেদ ও রুমানা ইসলামের যুগল কন্ঠে গাওয়া গানের মিউজিক ভিডিও ‘রঙ্গিন সন্ধ্যা’। মিউজিক অফ বেঙ্গল এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা করা হয়। মিউজিক ভিডিওর গানটির কথা লিখেছেন জাহাঙ্গীর রানা, সুর ও সঙ্গীত পরিচালনায় আনিসুর রহমান তনু, চিত্রগ্রহণ এবং পরিচালনা করেছেন জামিউর রহমান লেমন।
রঙ্গিন সন্ধ্যা মিউজিক ভিডিওটি একটি পাঁচতারা হোটেলের মনোরম লোকেশনে চিত্রায়িত করা হয়েছে যা দর্শকদের আকর্ষিত করবে। জীবনের রঙিন রঙিন সন্ধ্যার গল্প ফুটে উঠেছে এই রঙিন সন্ধ্যা গানটিতে। মিউজিক ভিডিওর লোকেশন ও গানের কথা, সুর সব মিলিয়ে গানটি শ্রোতানন্দিত হবে বলে বিশ্বাস।
কামাল আহমেদ ও সহশিল্পীদের গাওয়া দ্বৈত কন্ঠে গানের অডিও এ্যালবাম ‘নীল সমুদ্র’ হতে ‘রঙ্গিন সন্ধ্যা’ গানটি নেওয়া হয়েছে। এই এ্যালবামে শিল্পী কামাল আহমেদ ও সহশিল্পীবৃন্দের মোট ১৪টি গান রয়েছে।
গানগুলো হলো : আমার চোখে নীল সমুদ্র, রঙিন সন্ধ্যা গুলো, এই রাত এই জোছনায়, দুটি মন কাছে আসে, অভিমান ভরা এই ভালোবাসা, যদি পাশে না থাকো, এখনো সেই কৃষ্ণচূড়ার ডাল, হয়তো কোথাও ফুটেছে হাসনাহেনা, কোন নিঝুম রাতে, তুমি পাশে আছো বলে, তুমি যখন পাশে থাকো, আমার ভালোবাসার স্বপ্ন যেন, ভালোবাসি বলেছ তুমি এবং চুপি চুপি কাছে এসো।
গানগুলিতে সহশিল্পী হিসেবে আছেন জনপ্রিয় সব কন্ঠশিল্পী, সুরকার ও গীতিকবি যা এই অডিও এ্যালবামের একটি বিশেষ আকর্ষন এবং প্রতিটি গানই মিউজিক ভিডিও হিসেবে প্রকাশ হবে।
সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।