আজ প্রখ্যাত শিল্পী ও সঙ্গীত পরিচালক শ্যামল মিত্র এর মৃত্যুবার্ষিকী…

– রোদেলা জয়ী।

আজ কিংবদন্তী শিল্পী ও সঙ্গীত পরিচালক শ্যামল মিত্র -এর মৃত্যুবার্ষিকী। বাংলা সঙ্গীত জগৎে শ্যামল মিত্র ছিলেন একজন অতি স্মরনীয় সঙ্গীত ব্যক্তিত্ব, গম্ভীর পুরুষালি সুর বা উদাত্ত সুরের অধিকারী। অনেক জনপ্রিয় বাংলা গান উপহার দিয়েছেন তিনি। একশ’র বেশী ছায়াছবিতে কণ্ঠ দিয়েছেন এবং পঞ্চাশ এর
অধিক ছায়াছবির সঙ্গীত পরিচালনা করেন।

তিনি কলকাতার কাছাকাছি নাইহাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা পেশায় ছিলেন একজন প্রসিদ্ধ ডাক্তার, তিনি চেয়েছিলেন তাঁর ছেলেও একজন ডাক্তার হবেন। কিন্তু তিনি ছিলেন সঙ্গীত পিপাসু এবং সাথে তাঁর মা’ও তাঁকে অনুপ্রারিণত করেন। এক সময় তিনি সলিল চৌধুরীর সংস্পর্শে আসেন এবং সঙ্গীতে মনোনিবেশ করেন। তাঁর জনপ্রিয় কিছু গান – আহা ঐ আঁকা বাঁকা যে পথ, তুমি আর আমি শুধু, সেদিনের সোনাঝরা সন্ধায়, চোখের নজর কম হলে আর, যা যারে যা যা পাখি, তোমারে পথপানে চাহি ইত্যাদি। বিশিষ্ঠ সঙ্গীতজ্ঞ শ্যামল মিত্র-র মৃত্যুবার্ষিকীতে সঙ্গীতাঙ্গন এবং সঙ্গীতানুরাগীদের পক্ষ থেকে প্রতি রইলো অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালবাসা।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles