asd

এ সপ্তাহের প্রিয় তারকা – শহীদ মাহমুদ জঙ্গী…

আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে তারকাদের তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –

নাম : শহীদ মাহমুদ জঙ্গী।
ভক্তরা যে নামে ডাকে : জঙ্গী।
পিতার নাম : এল, এ চৌধুরী।
ভাই/বোন : ছয়জন।
পড়াশুনা : বি,কম (অনার্স), এম,কম।
পেশা : প্রথম জীবনে শিক্ষকতা, তারপর ব্যবসা।
বিয়ে, ছেলেমেয়ে : স্ত্রীর নাম বিভা। এক ছেলে। নাম: আলাভী।
গীতিকার হতে কার অনুপ্রেরণায় আপনাকে উদ্দীপনা যুগিয়েছে: লেখালেখির প্রতি বাবা মায়ের আগ্রহ।
জন্ম তারিখ : ফেব্রুয়ারি ৬।
জন্ম স্হান : চট্টগ্রাম।
রাশি : কুম্ভ।
প্রথম প্রকাশিত গানের শিরোনাম : নাম:”আলোছায়াতে তুমি।”
কোন পুরষ্কার :
“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদক ৮০”
“বর্ণমালা সম্বর্ধনা ” ইউ,এস,এ।
“বৈশাখী পুরুস্কার।”
“চাটগ্যাইয়া নওজোয়ান পুরুস্কার”,ইত্যাদি।

প্রিয় ব্যাক্তি : আমার বাবা।
প্রিয় ব্যাক্তিত্ত্ব : আমার বাবা।
প্রিয় শখ : গান শোনা, বই পড়া, ভ্রমন।
পছন্দের খাওয়া : ভাত-মাছ, বীফ।
প্রিয় পোশাক : আবহাওয়ার সাথে মিল রেখে আরামদায়ক পোষাক।
প্রিয় পারফিউম : শ্যানাল ফাইভ।
প্রিয় গাড়ি : হোন্ডা সিআরভি (Honda CRV)।
প্রিয় খেলা : ক্রিকেট।
প্রিয় খেলোয়াড় : লারা
প্রিয় বই (দেশ/বিদেশ): “নন্দিত নরকে”।” লাভ ট্রুথ এন্ড লিটল ম্যালিস”।
প্রিয় কবি (দেশে ও বিদেশে):রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রিয় শিল্পী : (বিদেশে) – লতা।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – মোহনীর ঘোরাগুলি।
প্রিয় অভিনেতা (দেশ/বিদেশ): বুলবুল।

নতুনদের জন্য কোন উপদেশ : নতুনরা গন্তব্য চিনতে ভুল করবে না।
আমার দুঃখ : জীবন একটাই। দুঃখ নিয়ে চিন্তা না করাই ভালো।
ভয় পাই : মিথ্যাকে।
এড়িয়ে চলি : অহেতুক জটিলতা।
আনন্দের স্মৃতি : অনেক…
বেদনার স্মৃতি : বাবা, মা, ছোট ভাই ও অল্প বয়সে বোনের ছেলের মৃত্যু।
জীবনটা যেমন : “চলতি কা নাম গাড়ি”।
বিশেষ কৃতজ্ঞতা : বাবা, মা, স্ত্রী, ছেলে, মেয়ে।
গর্ব হয় : দেশের উন্নতি হলে।
প্রথম গান প্রকাশ হওয়ার অনুভূতি : অসাধারণ।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় : এমন গানের সংখ্যা বেশ কয়েকটি আছে।
সবচেয়ে ভালবাসি : সত্য।
সবচেয়ে ঘৃনা করি : মিথ্যা।
সবচেয়ে বড় বন্ধু : বিনয়।
সবচেয়ে বড় শত্রু : অহংকার।
আমার কাছে ভালবাসা : প্রাণের উৎসব।
আমার কাছে সৌন্দর্য : মেধা ও সততা।
দেশে আপনি কোন্ স্থানটি পছন্দ : চট্টগ্রাম।

Related Articles

6 Comments

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles