জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ই আগস্ট ২০২০ খ্রি. তারিখে লেজার ভিশনের ব্যানারে শিল্পী কামাল আহমেদের কন্ঠে গাওয়া গানের মিউজিক ভিডিও ‘রক্তাক্ত আগস্ট’ প্রকাশিত হলো। লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিওর গানটির কথা লিখেছেন ফজলুল হক খান, সুর ও সঙ্গীত পরিচালনায় বদরুল আলক বকুল, চিত্রগ্রহণ এবং পরিচালনা করেছেন তৈয়ের রহমান।
এই গানটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে চিত্রায়িত করা হয়েছে।
পনেরই আগস্টের ভোরে গভীর শোকে গানটি মহাকাব্যের কবি এ্যালবামের প্রথম গান। এই গানটি লেজার ভিশনের ব্যানারে ‘রক্তাক্ত আগস্ট’ শিরোনামে মিউজিক ভিডিও হিসেবে প্রকাশিত হয়েছে।
পনেরই আগস্টের ভোরে গভীর শোকে গানটি নেওয়া হয়েছে কামাল আহমেদ এর অডিও এ্যালবাম ‘মহাকাব্যের কবি’ হতে। মহাকাব্যের কবি এ্যালবামটি লেজার ভিশনের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ১৭ই মার্চ ২০২০ এ প্রকাশিত হয়। এই এ্যালবামে ফজলুল হক খানের কথায় শিল্পী কামাল আহমেদ এর গাওয়া ১২ (বারো)টি গান রয়েছে। গানগুলো হলো :
পনেরই আগস্টের ভোরে গভীর শোকে – সুর ও সঙ্গীত : বদরুল আলম বকুল
পনেরই আগস্টের দুঃসহ বেদনায় – সুর ও সঙ্গীত : বদরুল আলম বকুল
আমি কারবালা দেখিনি – সুর ও সঙ্গীত : মোঃ শাহ নেওয়াজ
বেদনার নীল কালিতে লেখা – সুর ও সঙ্গীত : বদরুল আলম বকুল
পঁচাত্তর মানে পাথর চাপা শোক – সুর ও সঙ্গীত : বদরুল আলম বকুল
তোমার রক্তে ভিজে গেছে পৃথিবীর বুক – সুর ও সঙ্গীত : বদরুল আলম বকুল
বঙ্গবন্ধু তোমাকে হারিয়ে – সুর ও সঙ্গীত : বদরুল আলম বকুল
তোমার সমাধি দেখে মনে হয় – সুর ও সঙ্গীত : মোঃ শাহ নেওয়াজ
উনিশ’শ বিশ সাল সতেরই মার্চ – সুর ও সঙ্গীত : মোঃ শাহ নেওয়াজ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – সুর ও সঙ্গীত : মোঃ শাহ নেওয়াজ
একাত্তরের রণাঙ্গন কাঁপানো – সুর ও সঙ্গীত : মোঃ শাহ নেওয়াজ
তুমি সাধারণ মানুষের রক্তে লেখা – সুর ও সঙ্গীত : মোঃ শাহ নেওয়াজ
গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ১৭টি এ্যালবাম প্রকাশিত হয়েছে।
সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত-ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে -সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত।
শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।