asd
Friday, November 22, 2024

এ সপ্তাহের প্রিয় তারকা – খায়রুল আনাম…

আজ বিশিষ্ঠ সঙ্গীতশিল্পী খায়রুল আনাম শাকিল এর জন্মদিন।
জন্মদিনে তুলে ধরা হলো তাঁর প্রিয়/অপ্রিয় কথাগুলো।
অগনিত ভক্ত, পাঠক/পাঠিকা ও সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা।

নাম : খায়রুল আনাম।
ডাক নাম : শাকিল।
ভক্তরা যে নামে ডাকে : শাকিল ভাই।
পিতার নাম : মোহাম্মাদ আবুল খায়ের।
ভাই/বোন : সোহেল আনাম, তণিমা খায়ের ও দিলরুবা রহমান।
পড়াশুনা : প্রকৌশলী, লিডস, ইউকে।
পেশা : ব্যাবসা।
বিয়ে, ছেলেমেয়ে : স্ত্রী – মাসুদা আনাম (কল্পনা), দুই ছেলে – জারিফ আনাম (ধ্রুব), ওয়াসিফ আনাম (অর্নব)।
সঙ্গীতে কবে থেকে হাতেখড়ি : ১৯৭০।
সঙ্গীতে আসার পেছনে কার অনুপ্রেরণা দোলা দেয় : মামা – মাহমুদুর রহমান, মা, বাবা, ভাই, বোন (বেনু)।
গান করি : নজরুল সঙ্গীত।
জন্ম তারিখ : ১২ জুলাই।
জন্ম স্হান : ঢাকা।
রাশি : কর্কট।
প্রথম স্টেজ পারফর্ম : নিক্কন ললিতকলা একাডেমীর মঞ্চে ১৯৬৭ সালে।
প্রথম এ্যালবাম : হারানো দিনের গান।
এই পর্যন্ত এ্যালবামের সংখ্যা : ১১টি।
সর্ব প্রথম মিডিয়ার সামনে : ১৯৬৮ সালে।
নিজের প্রিয় গান : মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ।
কোন পুরষ্কার : সেরা শিশুশিল্পী বিটিভি ১৯৬৮, ৬ষ্ঠতম চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড, ১০ম চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড।
প্রিয় ব্যাক্তি : বাবা, মা, স্ত্রী ও সন্তান।
প্রিয় ব্যাক্তিত্ত্ব : কাজী নজরুল ইসলাম।
প্রিয় শখ : বিদেশ ভ্রমন/ শাস্ত্রীয় গান শোনা।
পছন্দের খাওয়া : মিষ্টি, রুইমাছ, চিংড়ি মাছ-এর মালাই কারী।
প্রিয় পোশাক : পায়জামা/পাঞ্জাবী।
প্রিয় পারফিউম : ডিওর (Dior)/ তক্ষ দো’ অক্ষমমস (Terre d’ Hermèms)।
প্রিয় গাড়ি : বি এম ডাব্লিউ (BMW)।
প্রিয় খেলা : ক্রিকেট।
প্রিয় খেলোয়াড় : ভিভিয়েন রিচার্ডস।
প্রিয় বই (দেশ/বিদেশ): সেই সময়, In the light of what we know (Zia Hyder)।
প্রিয় পত্রিকা : ডেইলি স্টার, সমকাল, বাংলাদেশ প্রতিদিন।
প্রিয় ম্যাগাজিন : চার বেলা চার দিক।
প্রিয় চ্যানেল : দেশ, চ্যানেল আই, মাছরাঙ্গা।
চ্যানেলের প্রিয় অনুষ্ঠান : যে কোন সঙ্গীতানুষ্ঠান এবং নাটক।

প্রিয় শিল্পী : (দেশে) – ওস্তাদ মীর কাসেম খান।
প্রিয় শিল্পী : (বিদেশে) – ওস্তাদ রশিদ খান।
প্রিয় ব্যান্ড : (দেশে) – সোলস।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – পিঙ্ক ফ্লয়েড।
প্রিয় মিউজিশিয়ান (দেশ/বিদেশ): ওস্তাদ আলী আকবর খান।
প্রিয় অভিনেতা (দেশ/বিদেশ): রাইসুল আসাদ, সৌমিত্র চট্টপাধ্যায় ও উত্তম কুমার।
প্রিয় অভিনেত্রী (দেশ/বিদেশ): সুবর্না মোস্তফা, সাবানা আজমী, সুচিত্রা সেন।
প্রিয় গান : নজরুল সঙ্গীত।
প্রিয় রং : নীল।
প্রিয় ফুল : দোলন চাঁপা।
প্রিয় বেড়ানোর জায়গা : ইউরোপ।
স্বপ্ন স্হান : সুইটজারল্যান্ড।
আমার লক্ষ্য : ভালো সঙ্গীত শিল্পী তৈরি করা।
অপূর্ণ ইচ্ছা : ভালো শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হতে না পারা।
নতুনদের জন্য কোন উপদেশ : মানুষ ‘হ’ অনুকরণ খোলসভেদী কায়মনে বাঙালি ‘হ’।
আমার দুঃখ : এ প্রজন্মে সামাজিক অবক্ষয়।
ভয় পাই : প্রিয় জনের অসুস্হতা।
এড়িয়ে চলি : পরচর্চা।
আনন্দের স্মৃতি : শিশু শিল্পী হিসেবে পাওয়া প্রথম পুরুষ্কার।
বেদনার স্মৃতি : বড় বোন ও বাবার মৃত্যু সংবাদ।
জীবনটা যেমন : সাধারন।
বিশেষ কৃতজ্ঞতা : সঙ্গীতে তালিম পেয়েছি যে সকল গুণীজনের কাছে (মাহমুদুর রহমান বেনু, পণ্ডিত নারায়ণ বসাক, ওস্তাদ সাগিরউদ্দিন খাঁ, সোহরাব হোসেন, শেখ লুৎফর রহমান, অঞ্জলী রায়)।

গর্ব হয় : বাবার স্বাধীনতা লাভ।
ভবিষ্যতে হবো : ভালো সঙ্গীত শিল্পী এবং শিক্ষক।
আবার জন্ম নিলে যা হতে চাইবো : সঙ্গীত শিল্পী।
এখন যাদের সম্ভাবনা বলে মনে হয় : মহিত খান, শুচি দেবনাথ, শুচি দুর্দানা, আফরোজা খান মিতা, রুনা আফসানা।
ভক্তরা আমার সাথে যে ভাবে যোগাযোগ করবে : গ্রুপ ফেসবুক – Khairul Anam Shakil।
প্রথমদিন স্টুডিওতে গান করার অনুভূতি : খুবই নার্ভাস ছিলাম।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় : ‘আর নয় গুনগুন গুঞ্জন প্রেমের’, ‘আপনার চেয়ে আপন যেজন’।
সবচেয়ে ভালবাসি : মা, বাবা ও নিজ পরিবারকে।
সবচেয়ে ঘৃনা করি : মানুষের অহংকার।
সবচেয়ে বড় বন্ধু : দুঃসময়ে যে পাশে দাড়ায়।
সবচেয়ে বড় শত্রু : ভণ্ড, কপট ব্যক্তি।
আমার কাছে ভালবাসা : পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধাবোধ।
আমার কাছে সৌন্দর্য : শিশুর সরল হাসি।
দেশে আপনি কোন্ স্থানটি পছন্দ করেন কনসার্টের জন্য : জাতীয় যাদুঘর, শাহবাগ।
যেসব দেশে কনসার্ট করেছেন এবং ঘুরেছেন : ইংল্যান্ড, ফ্রান্স, ইউএসএ, ভারত, সিঙ্গাপুর, কানাডা, চীন।
অলংকরন – মাসরিফ হক…

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles