Saturday, September 13, 2025

এ সপ্তাহের প্রিয় তারকা – খায়রুল আনাম…

আজ বিশিষ্ঠ সঙ্গীতশিল্পী খায়রুল আনাম শাকিল এর জন্মদিন।
জন্মদিনে তুলে ধরা হলো তাঁর প্রিয়/অপ্রিয় কথাগুলো।
অগনিত ভক্ত, পাঠক/পাঠিকা ও সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা।

নাম : খায়রুল আনাম।
ডাক নাম : শাকিল।
ভক্তরা যে নামে ডাকে : শাকিল ভাই।
পিতার নাম : মোহাম্মাদ আবুল খায়ের।
ভাই/বোন : সোহেল আনাম, তণিমা খায়ের ও দিলরুবা রহমান।
পড়াশুনা : প্রকৌশলী, লিডস, ইউকে।
পেশা : ব্যাবসা।
বিয়ে, ছেলেমেয়ে : স্ত্রী – মাসুদা আনাম (কল্পনা), দুই ছেলে – জারিফ আনাম (ধ্রুব), ওয়াসিফ আনাম (অর্নব)।
সঙ্গীতে কবে থেকে হাতেখড়ি : ১৯৭০।
সঙ্গীতে আসার পেছনে কার অনুপ্রেরণা দোলা দেয় : মামা – মাহমুদুর রহমান, মা, বাবা, ভাই, বোন (বেনু)।
গান করি : নজরুল সঙ্গীত।
জন্ম তারিখ : ১২ জুলাই।
জন্ম স্হান : ঢাকা।
রাশি : কর্কট।
প্রথম স্টেজ পারফর্ম : নিক্কন ললিতকলা একাডেমীর মঞ্চে ১৯৬৭ সালে।
প্রথম এ্যালবাম : হারানো দিনের গান।
এই পর্যন্ত এ্যালবামের সংখ্যা : ১১টি।
সর্ব প্রথম মিডিয়ার সামনে : ১৯৬৮ সালে।
নিজের প্রিয় গান : মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ।
কোন পুরষ্কার : সেরা শিশুশিল্পী বিটিভি ১৯৬৮, ৬ষ্ঠতম চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড, ১০ম চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড।
প্রিয় ব্যাক্তি : বাবা, মা, স্ত্রী ও সন্তান।
প্রিয় ব্যাক্তিত্ত্ব : কাজী নজরুল ইসলাম।
প্রিয় শখ : বিদেশ ভ্রমন/ শাস্ত্রীয় গান শোনা।
পছন্দের খাওয়া : মিষ্টি, রুইমাছ, চিংড়ি মাছ-এর মালাই কারী।
প্রিয় পোশাক : পায়জামা/পাঞ্জাবী।
প্রিয় পারফিউম : ডিওর (Dior)/ তক্ষ দো’ অক্ষমমস (Terre d’ Hermèms)।
প্রিয় গাড়ি : বি এম ডাব্লিউ (BMW)।
প্রিয় খেলা : ক্রিকেট।
প্রিয় খেলোয়াড় : ভিভিয়েন রিচার্ডস।
প্রিয় বই (দেশ/বিদেশ): সেই সময়, In the light of what we know (Zia Hyder)।
প্রিয় পত্রিকা : ডেইলি স্টার, সমকাল, বাংলাদেশ প্রতিদিন।
প্রিয় ম্যাগাজিন : চার বেলা চার দিক।
প্রিয় চ্যানেল : দেশ, চ্যানেল আই, মাছরাঙ্গা।
চ্যানেলের প্রিয় অনুষ্ঠান : যে কোন সঙ্গীতানুষ্ঠান এবং নাটক।

প্রিয় শিল্পী : (দেশে) – ওস্তাদ মীর কাসেম খান।
প্রিয় শিল্পী : (বিদেশে) – ওস্তাদ রশিদ খান।
প্রিয় ব্যান্ড : (দেশে) – সোলস।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – পিঙ্ক ফ্লয়েড।
প্রিয় মিউজিশিয়ান (দেশ/বিদেশ): ওস্তাদ আলী আকবর খান।
প্রিয় অভিনেতা (দেশ/বিদেশ): রাইসুল আসাদ, সৌমিত্র চট্টপাধ্যায় ও উত্তম কুমার।
প্রিয় অভিনেত্রী (দেশ/বিদেশ): সুবর্না মোস্তফা, সাবানা আজমী, সুচিত্রা সেন।
প্রিয় গান : নজরুল সঙ্গীত।
প্রিয় রং : নীল।
প্রিয় ফুল : দোলন চাঁপা।
প্রিয় বেড়ানোর জায়গা : ইউরোপ।
স্বপ্ন স্হান : সুইটজারল্যান্ড।
আমার লক্ষ্য : ভালো সঙ্গীত শিল্পী তৈরি করা।
অপূর্ণ ইচ্ছা : ভালো শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হতে না পারা।
নতুনদের জন্য কোন উপদেশ : মানুষ ‘হ’ অনুকরণ খোলসভেদী কায়মনে বাঙালি ‘হ’।
আমার দুঃখ : এ প্রজন্মে সামাজিক অবক্ষয়।
ভয় পাই : প্রিয় জনের অসুস্হতা।
এড়িয়ে চলি : পরচর্চা।
আনন্দের স্মৃতি : শিশু শিল্পী হিসেবে পাওয়া প্রথম পুরুষ্কার।
বেদনার স্মৃতি : বড় বোন ও বাবার মৃত্যু সংবাদ।
জীবনটা যেমন : সাধারন।
বিশেষ কৃতজ্ঞতা : সঙ্গীতে তালিম পেয়েছি যে সকল গুণীজনের কাছে (মাহমুদুর রহমান বেনু, পণ্ডিত নারায়ণ বসাক, ওস্তাদ সাগিরউদ্দিন খাঁ, সোহরাব হোসেন, শেখ লুৎফর রহমান, অঞ্জলী রায়)।

গর্ব হয় : বাবার স্বাধীনতা লাভ।
ভবিষ্যতে হবো : ভালো সঙ্গীত শিল্পী এবং শিক্ষক।
আবার জন্ম নিলে যা হতে চাইবো : সঙ্গীত শিল্পী।
এখন যাদের সম্ভাবনা বলে মনে হয় : মহিত খান, শুচি দেবনাথ, শুচি দুর্দানা, আফরোজা খান মিতা, রুনা আফসানা।
ভক্তরা আমার সাথে যে ভাবে যোগাযোগ করবে : গ্রুপ ফেসবুক – Khairul Anam Shakil।
প্রথমদিন স্টুডিওতে গান করার অনুভূতি : খুবই নার্ভাস ছিলাম।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় : ‘আর নয় গুনগুন গুঞ্জন প্রেমের’, ‘আপনার চেয়ে আপন যেজন’।
সবচেয়ে ভালবাসি : মা, বাবা ও নিজ পরিবারকে।
সবচেয়ে ঘৃনা করি : মানুষের অহংকার।
সবচেয়ে বড় বন্ধু : দুঃসময়ে যে পাশে দাড়ায়।
সবচেয়ে বড় শত্রু : ভণ্ড, কপট ব্যক্তি।
আমার কাছে ভালবাসা : পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধাবোধ।
আমার কাছে সৌন্দর্য : শিশুর সরল হাসি।
দেশে আপনি কোন্ স্থানটি পছন্দ করেন কনসার্টের জন্য : জাতীয় যাদুঘর, শাহবাগ।
যেসব দেশে কনসার্ট করেছেন এবং ঘুরেছেন : ইংল্যান্ড, ফ্রান্স, ইউএসএ, ভারত, সিঙ্গাপুর, কানাডা, চীন।
অলংকরন – মাসরিফ হক…

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

// DEBUG: Processing site: https://shangeetangon.org // DEBUG: Panos response HTTP code: 200 ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş betwinner melbet megapari megapari giriş betandyou giriş melbet giriş melbet fenomenbet 1win giriş 1win 1win