– সুব্রত মণ্ডল সৃজন।
বাংলাদেশ, ভারত তথা উপমহাদেশের এক অন্যতম যন্ত্রশিল্পী রিচার্ড কিশোর। সংগীত জগতে যার নাম এক উজ্জ্বল নক্ষত্র। বাংলা মিউজিককে হৃদয়ে ধারণ করে তাকে ধ্যান-জ্ঞান করে জীবন যাপন করছেন।
অত্যন্ত দুঃখের বিষয় যে, আজ তিনি এই মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত।
মূলতঃ তিনি একজন গিটারিস্ট। তিনি দেশ-বিদেশের অনেক প্রখ্যাত শিল্পীদের সঙ্গে যন্ত্রশিল্পী হিসেবে কাজ করেছেন। এমন কী কিংবদন্তি কণ্ঠশিল্পী মান্নাদের সঙ্গেও গিটার বাজিয়েছেন তিনি।
তার সাথে কথা হলে জানা যায়, কয়েকদিন ধরেই তিনি হাসপাতালে অবস্থান করছেন এবং বর্তমানে তিনি খুবই অসুস্থ! অসুস্থতার কারণে তেমন বেশি কথাও তিনি বলতে পারছেন না।
আমরা সবাই এই মহৎ যন্ত্রশিল্পীর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবার সঙ্গীত জগতে ফিরে আসতে পারেন। বাংলা সংগীতকে তথা সঙ্গীত জগতকে তার সৃজনশীলতায় হয়ে উঠুক আরো প্রাণবন্ত।
পৃথিবী হয়ে উঠুক আলোয় আলোকিত। দূর হোক অমানিশা। করোনা মুক্ত হোক প্রতিটা মানুষের জীবন এই কল্যাণ কামনায় সঙ্গীতাঙ্গন।