– মিনহাজ উল ইসলাম।
বিশ্বব্যাপী আজ প্রতিটি সন্তান নিজের মত করে উদযাপন করবেন এই দিবসটি। ‘বাবা’ শব্দটাই আসলেই হৃদয়ের আবেগে কম্পন ধরানো এক শব্দ। আর এই ‘বাবা’ ই হয়ে ওঠেন তার সন্তানের কাজের মূল প্রেরনা। যেমন দেশের বিখ্যাত ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ ও হামিন আহমেদ এর বাবা কমল দাশ গুপ্ত। যিনি নিজেও ছিলেন একজন সঙ্গীত পরিচালক, সুরকার ও ফোক গানের শিল্পী। কিংবা বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদার ও পার্থ মজুমদার, তাদের বাবাও ছিলেন নিজের ছেলের সঙ্গীত গুরু কিংবা প্রেরনা যাই বলি। তিনি আমাদের সবার শ্রদ্ধেয় বারীন মজুমদার। এছাড়াও রয়েছেন জনপ্রিয় শিল্পী আগুন এর বাবা, প্রখ্যাত খান আতাউর রহমান। রয়েছেন মানাম আহমেদ এর বাবা মনসুর আহমেদ। আমরা শ্রদ্ধা ভরে শ্মরণ করি ফেরদৌসি রহমান এবং মোস্তফা জামান আব্বাসী এর বাবা আব্বাস উদ্দিন আহমেদ -কে। জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরার বাবা এ. এইচ. এম. আব্দুল হাই’কে। যিনি নিজেও ছিলেন পঞ্চাশ দশক এর একজন ক্ল্যাসিক্যাল শিল্পী। আমরা শ্রদ্ধা ভরে শ্মরণ করি বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী দিঠি আনোয়ার এর বাবা গাজী মাজহারুল আনোয়ার -কে। এছাড়াও রয়েছেন পঞ্চম, সামিনা চৌধুরী ও ফাহমিদা নবীর বাবা মাহমুদুন নবী, বর্তমান সময় এর ক্রেজ হাবীব ওয়াহিদ এর বাবা ফেরদৌস ওয়াহিদ। শায়ান চৌধুরী অর্নব এর বাবা স্বপন চৌধুরী-কে। যিনি আমাদের মুক্তিযুদ্ধ এর জন্য গান গেয়েছেন। এযুগের জনপ্রিয় শিল্পী হৃদয় খান -এর বাবা প্রতিষ্ঠিত জিংগেল কিং রিপন খান। এসময়ের সঙ্গীত পরিচালক শিল্পী খৈয়ম শানু সন্ধি -র বাবা খোদা বক্স সানু যিনি ছিলেন শিল্পী, সুরকার ও সঙ্গীত শিক্ষক। শুধু দেশ -ই নয়, দেশের বাইরের বিভিন্ন শিল্পীদের জন্যও তাদের প্রেরনা, গুরু কিংবা শিল্পী স্বপ্নের উৎস তাদের বাবা -ই।। তাই বাবাদের নিয়ে রবিবারে বাবা দিবসে গান গেয়েছেন লুথার ভেন্ডারস, বিওন্সে, মাইলি সাইরাস, লিল ওয়েন প্রমুখ। তাই এই ‘বাবা দিবসে’ আমরাও শ্রদ্ধাভরে শ্মরন করি সকল ‘বাবা’দের, যারা তাদের সন্তানদের মাঝে ছড়িয়ে দিয়ে গিয়েছেন গান এর আলো আর শিল্পী সত্ত্বা। সঙ্গীতাঙ্গনের পথ চলায় এটাই আমাদের কাম্য, বাবাই হোক তার সন্তান এর আদর্শ লিপি।