– শাহরিয়ার খান সাকিব।
ওরে জন্মিলে মরিতে হবে
দুই দিন আগে পরে,
শুইতে হবে ওরে মন তোর
ঐ মাটিরই ঘরে।
রাজা বাদশা মোড়ল ফকির
হোক না কুলি দিনমুজুর,
আজরাইল আসিয়া কাউকে
করবে না হুজুর হুজুর।
সাড়ে তিন হাত মাটির ঘরে
হবে চিরস্থায়ী বিছানা,
মন্দ কাজে হবেরে মন তোর
জাহান্নাম ঠিকানা।।
মরণ একদিন এসে যাবে। আগে থাকে অগ্রিম টিকিট কাটার প্রয়োজন হবে না। সময় মত ইঞ্জিনবিহীন গাড়িটি সবার বাড়িতে চলে আসবে। যেতে হবে। তবে যাবার আগেই নিজেকে তৈরি করে রাখতে হবে। কখন হুকুম হয়ে যায় যাবার বলাতো যায়না। যেমন গতকাল চলে গেলেন জনপ্রিয় ব্যান্ড ‘স্টিলার’র ভোকাল লিটন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। এসময় তার বয়স হয়েছিল ৪৬ বছর। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় চট্টগ্রামে নিজের বাড়িতে স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) করে মারা যান লিটন। এ গায়কের গাওয়া কালজয়ী গান ‘তুমি কী আমায় আগের মতো বাসো ভালো’। গানটির সুরকার ছিলেন ব্যান্ডের আরেক লিজেন্ড গায়ক আইয়ুব বাচ্চু। লিটনের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছাঁয়া।
কণ্ঠশিল্পী লিটনের ভাই হায়দারুল হক চৌধুরী বলেন, কোনও সমস্যা ছিল না লিটনের। বাসাতেই ছিল। হঠাৎ করে স্ট্রোক করে। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাই। ততক্ষণে লিটন চলে গেছে আমাদের ছেড়ে। লিটন ও স্টিলার ব্যান্ড-এর উত্থান ২০০০ সালে, বেনসন অ্যান্ড হেজেস ব্যান্ড প্রতিযোগিতার মাধ্যমে। তবে লিটন তার ব্যান্ড নিয়ে নিজের শহর চট্টগ্রামেই ছিলেন। আইয়ুব বাচ্চুর সুর ও সঙ্গীতে মিক্সড এ্যালবাম ‘মন জ্বলে’তে, ‘তুমি কি আমায় আগের মতো বাসো ভালো’ গানটি করেন স্টিলার ব্যান্ডের লিটন। ব্যান্ড নিয়ে ব্যস্ত থাকলেও গানটির ভীষণ জনপ্রিয়তার কারণে স্টিলার ব্যান্ডের লিটনকে সবাই নতুন করে চিনতে শুরু করেন। তার এই একটি গানই তাকে বাংলা গানের শ্রোতাদের মনে চিরঞ্জীব করে রাখবে। আল্লাহ তাকে বেহেস্থ নসীব করুন।