– সালমা আক্তার।
মা ছোট্ট একটা শব্দ, গভীরতায় পরিপূর্ণ, সৌন্দর্যে অসীম, মমতায় তুলনাহীন। সংগীত ও সাধনার এপাশ ওপাশ জুড়ে আজন্মকাল লালিত হয় এর গভীর টানের চিত্রকলা, কখনো শিল্পীর ক্যানভাসে রং তুলিতে, কখনো সাধকের সুরের সাধনায় তরঙ্গ তুলেছে মা নামের বাঁধন। বাংলার আউল বাউল, মাটির মানুষ, সংগীত প্রেমী বহু শিল্পীর কন্ঠে যুগে যুগে ভেসে উঠেছে দরদী মায়ের মমতার রেশ সুরের আরাধনায়, অসংখ্য বাংলা গান কালজয়ী হয়ে আছে সবার প্রাণে প্রাণে, গানে গানে, মায়ার টানে টানে। কালজয়ী এসব গানের মধ্যে উল্লেখযোগ্য, এমন একটা মা দে না, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের একধার দুধের দাম, মাগো মা ওগো মা, দশ মাস দশ দিন ধরে গর্ভ ধারণ, ওই আকাশের তারায় তারায়, আম্মাজান, মা আমি বন্দি কারাগারে, মা তুমি আমার আগে যেও না গো চলে, কোন মাটিতে তৈরিরে মা তুই, একাত্তরের মা জননী, জন্ম দিয়েছো আমাকে ও মা তুমি, সুখের সুখী দুঃখের দুঃখী মা আমার মা ইত্যাদি অসংখ্য জনপ্রিয় গান শিল্পীর কন্ঠের মূর্ছনায় বেজে উঠেছে মাকে ভালবেসে, কখনো গীতিকবি মায়ের অন্তরের টানে হারিয়ে গেছেন, কখনো সুরকার সুরের দোলায় মিলিয়ে গেছেন! কখনো কখনো কন্ঠ শিল্পী কথা ও সুরের মূর্ছনায় নিজেকে সমর্পিত করে দিয়েছেন মায়ের মমতার আচলে। অনুভূতির কথা অনুভূতি ছুঁয়ে এভাবেই যুগ যুগ বেঁচে আছে মা কেন্দ্রীক গানগুলো।
সংগীত কথা বলে আত্মার, সংগীত ছবি আঁকে অনুভূতির আবীর দিয়ে, বাদ্যযন্ত্র আর সুরের খেয়ায় সময়কে বন্দি করে স্মৃতির ফ্রেম। মা সন্তানের সম্পর্ক সন্তান মায়ের নারী ছেড়া ধন, সন্তানের গায় আঘাত করলে আঘাত লাগে মায়ের কলিজায়, একটা সময় সন্তানও বুঝতে পারে মা কি ধন, সে ধনের যতন করতে দরদী কন্ঠ ব্যাকুল হয়ে গেয়ে উঠে গান। গানের ভেতরে রয়ে যায় গভীর ইতিহাস গীতিকবি কবি আসিফ ইকবালের লেখা গান ওই আকাশের তারার তারায় গেয়ে জনপ্রিয়তা অর্জন করে শিল্পী রাশেদ, তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায়, কাজী হায়াতের ছবি আম্মাজানের জনপ্রিয় গান আম্মাজান আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে, আইয়ুব বাচ্চুর কন্ঠে গাওয়া আম্মাজান গানটি ঝড় তোলে শ্রোতাদের মহলে। জেমসের ক্যারিয়ারে অন্যতম সেরা গান প্রিন্স মাহমুদের লেখা দশ মাস দশ দিন ধরে গর্ভধারণ, ডাঃ নাসির আহমেদের লেখা ফেরদৌস ওয়াহিদের গাওয়া এমন একটা মা দে না গানটি ব্যাপক সাড়া পায় দর্শক মহলে, খান আতাউর রহমানের লেখা ও সুরে, মায়ের মতো আপন কেহ নাই রে, রুমানা ইসলামের কন্ঠে বেশ আলোচিত হয়ে ভক্তকূলের কাছে। সমাধি ছবির গান, খুরশিদ আলমের কন্ঠে মা গো মা, ওগো মা আমারে বানাইলি তুই দিওয়ানা আজো সংগীত পিয়াসি মনে সাড়া দিয়ে যায়। ফকির আলমগীরের গাওয়া গান, মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, দেহতত্ত্বের এক জীবন্ত অনুভূতি। শ্রোতানন্দিত মায়ের গানগুলোর গভীরে রয়েছে গল্প আর হৃদয় ছোঁয়া আয়োজন। শ্রোতাদের আপ্লুত করা মা স্মরণে কালজয়ী গানগুলো বেঁচে থাক প্রকৃত সংগীত শিল্পীর কন্ঠে কন্ঠে, রাগে অনুরাগে।