– সুব্রত মণ্ডল সৃজন।
সকল শ্রমিকের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি!
আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে পরিচিত। প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়।
প্রতি বছর মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করা হলেও এবার সেই আয়োজন থেকে সরে আসতে হয় বিশ্ববাসীকে। সবাই এবার ঘরে থেকেই সামাজিক দূরত্ব ও নিরাপত্তা বজায় রেখেই পালন করা হয় দিবসটি।
শ্রমিক দিবস’ শ্রমিকদের দাবি আদায়ের দিবস। এইদিনের ইতিহাস অনেক বড়!
এই মহামারি কোভিড ১৯’ এর কারণে সঙ্গীতেও এসেছে ব্যাপক পরিবর্তন। শিল্পীরা এক স্থানে থেকে করতে পারছে না কোন সংগীত বা সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই, তাদের চিন্তায় এলো ভিন্ন ধারার কিছু করার।
এবারের শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে এবং গণমানুষকে সচেতন করতে ‘রাজীব হাসানের কথায়, পার্থ বড়ুয়ার সুর ও সঙ্গীতে এবং জুয়েল পাইকারের পরিচালনায় একটি গানে কণ্ঠ দিয়েছেন – পার্থ বড়ুয়া, নিশিতা বড়ুয়া, সাব্বির জামান এবং প্রিয়াঙ্কা বিশ্বাস।
গানের কিছু কথা –
বিপন্ন পৃথিবীতে আজ বিপন্ন সময়ে…
মানুষ তো বাঁচে মানুষের ভালোবাসায়
এদেশ গড়েছো তোমরা, প্রগতির প্রতিটি কণায়
তোমাদের ভালোবাসায়….
চলো একসাথে লড়ি, চলো একসাথে বাঁচি…
কাটবে অমানিশা…
সত্যিই গানের কথাগুলো সুরে সুরে যেন হৃদয় ছুঁয়ে যায়!
গানটির ভিডিও করা হয়েছে শিল্পীরা তাদের নিজ নিজ অবস্থান থেকে। সাব্বির জামান বলেন যে, আসলে গানটি সকল শ্রমিকদের উদ্দেশ্যে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই করা আর লকডাউনে থেকে কিভাবে কি করা যায়, তাই সামাজিক দূরত্ব ও নিরাপত্তা বজায় রেখেই ভিডিওটা এভাবে করা হয়েছে।
গানের ভিডিওতে একস্থানে দেখা যায়, ‘ভালোবেসে কর্মজীবী মানুষের পাশে দাড়ানো হোক এবাবরের মে দিবসের অঙ্গীকার।’
সমগ্র গানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে, আবুল খায়ের গ্রুপ। তাই তাদেরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।
আর বলতে হয়,
শ্রমিক ওরা পর নয়, সবার আপনজন।
ওরাই তো বাঁচিয়ে রাখে, সকলের জীবন।।
আসুন আমরা মানুষকে ভালোবাসে মানুষের পাশে দাড়াই।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সচেতনতা অবলম্বন করুন। অমানিশা কাটিয়ে দেখতে চাই নতুন সূর্যের আলো!…
এই কামনায়, সঙ্গীতাঙ্গন পরিবার।