– সুব্রত মণ্ডল সৃজন।
বিশ্বজুড়ে যখন কোভিড-১৯ এর ভয়াবহতা, হঠাৎ করেই থমকে যায় বিশ্ব! এমন নির্মম চিত্র দেখতে হয়তো কেউ কখনো কল্পনাও করেননি। এমনই এক যুদ্ধ হতে চলছে যে যুদ্ধ বাইরে নয় বরং ঘরে থেকেই করতে হবে। বলা হচ্ছে ঘরে থাকতে, হাত ধুঁতে, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বেশকিছু সাধারণ সচেতনতা।
তাই এমতাবস্থায় ঘরবন্দী তারকারা কি করবে ? অনেকেই আছেন হতাশায়! অনেকেই আছেন নানান চিন্তায়। তারপরও এই মহামারী কাটিয়ে উঠতে তারকাদের মাঝে দেখতে পাওয়া যায় তারা ঘরে আছে কিন্তু থেমে নেই, থেমে নেই তাদের সঙ্গীত প্রকাশ।
করোনা ভাইরাস কালে যেন এক নতুন দিগন্ত উন্মোচন হলো সৃজনশীল মানুষের জন্য। তা হলো, লেখকের কলমে প্রকাশ পাচ্ছে সচেতন, সতর্কতা ও প্রার্থনামূলক লেখা। শিল্পীরা প্রকাশ করছেন গানে গানে, সুরে সুরে… সৃজনশীলতায় এ যেন এক ব্যাপক পরিবর্তন, এ যেন এক নতুন ধারা।
সেই ধারাবাহিকতায় বাংলা গানে নিয়ে এলো দেশের জনপ্রিয় শিল্পীরা নতুন নতুন গান। যে গানে আছে করোনা থেকে মুক্তি পেতে ধর্মবিশ্বাস অনুযায়ী স্রষ্টার কাছে প্রার্থনা, জনসচেতনতা, মানুষের প্রতি মানুষের ভালোবাসার কথা। বাংলা গানে নিয়ে এলো দেশের জনপ্রিয় শিল্পীরা নতুন নতুন গান। যে গানে আছে করোনা থেকে মুক্তি পেতে যার যার ধর্মবিশ্বাস অনুযায়ী স্রষ্টার কাছে প্রার্থনা, জনসচেতনতা, মানুষের প্রতি মানুষের ভালোবাসার কথা।
এখন বলবো, সম্প্রতি প্রকাশ হওয়া তিনটি গান সম্পর্কে –
১। বেলাল খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হলো, ‘হার মানবো না’ শিরোনামে একটি গান। গানটির মাঝে আবৃত্তির সংযোজন করা হয়েছে।
গানের কথা : শমসের ওলি
কম্পোজ করেছেন : বেলাল খান
কন্ঠ দিয়েছেন : কোনাল, বেলাল খান, ঐশি এবং মার্সেল।
আবৃত্তিতে : লুৎফর হাসান।
২। ‘এস ডি রুবেল ফাউন্ডেশন’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয়েছে, ‘ভালো থাকুক সবাই’ শিরোনামে একটি গান।
গানের কথা : এস ডি রুবেল
কম্পোজ ভিডিও পরিচালনা করেছেন : এস ডি রুবেল
কন্ঠ দিয়েছেন : এস ডি রুবেল এবং সুজানা।
সৌজন্যে : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়।
৩। ‘করোনা ভাইরাস, ইসলামিক সং’ শিরোনামে রেশমা সুইটিও তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘রেশমা সুইটি’তে একটা গান প্রকাশ করেন।
গানটির মিউজিক করেছেন রাজিব আহমেদ। এবং কথা ও সুর করেছেন আর কিউব স্টুডিও।
তিনটি গানই গানপ্রিয় মানুষদের মন জয় করবে বলে আশা রাখি। সকলের প্রতি ভালোবাসা রাখি।
সবাই সচেতনতা অবলম্বন করে সতর্ক থাকুন, সুস্থ থাকুন এই কামনায় ‘সঙ্গীতাঙ্গন’।