asd
Friday, November 22, 2024

আসছেন লাইভে সঙ্গীতাঙ্গন এর প্রিয়মুখ নবীন চিকিৎসক ডা. মোঃ ইরফানুল ইসলাম…

– মোঃ মোশারফ হোসেন মুন্না।

বর্তমান সময়টা হচ্ছে মহা আতঙ্কের একটি সময়। এই সময়টাতে করোনা নিয়ে বেশি ব্যাস্ত সময় পার করছেন বাংলাদেশসহ বিশ্বের সকল দেশ। করোনার ভয়ে ঘর থেকে বের হওয়া যাচ্ছেনা। করোনা আছে বলে যে অন্য কোন রোগ হবে না তা তো নয়। মানুষের শরীরে যে কোন সময় যে কোন রোগ হামলা করতে পারে। কিন্তু সময়ের আতঙ্কে আতঙ্কিত হয়ে ডাক্তারের কাছে যেতে পারছে না রোগীরা। যেতে পারলেও যেতে চাচ্ছেনা করোনার ভয়ে। মানুষ এখন মনে করেন যে রোগে ধরেছে তা থেকে হয়তো বাচাঁ যাবে, কিন্তু করোনায় আক্রান্ত হলে নিজে সহ পরিবারের সবাইকে নিয়ে মরতে হবে। শুধু তাই নয় অনেকে ভয়ে যেতে চান না ডাক্তারের কাছে। কারণ ভাবে যে ঔষধের জন্য গেলে যদি করোনার সন্দেহে আটক থাকতে হয়। আবার অনেকে ভয় নিয়েও হাসপাতালে যাচ্ছে কিন্তু পাচ্ছে না সঠিক চিকিৎসা। আর এমন সঙ্কটময় মুহূর্তে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ খুবই উপযোগী হবে বলে আমাদের বিশ্বাস। আর সেই লক্ষ্যে সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে জরুরী স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সঙ্গীতাঙ্গন এর প্রিয়মুখ, নবীন চিকিৎসক ডা.মোঃ ইরফানুল ইসলাম আসবেন লাইভে, হবে স্বাস্থ্য নিয়ে আলাপ আলোচনা। কাজে আসবে অনেকের। সঙ্গীতাঙ্গন পরিবারের সদস্যদের প্রতি আহবান, আপনারা বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে এবং স্বাস্থ্যসেবা নিয়ে কোন প্রাসঙ্গিক প্রশ্ন থাকলে 22 এপ্রিল ২০২০, রোজ বুধবার আমাদের ফেসবুক পেইজে আসুন। ডা. মোঃ ইরফানুল ইসলাম লাইভে থাকবেন সন্ধ্যা 06:00 টা থেকে রাত 07:00 ঘটিকা পর্যন্ত। ডা. মোঃ ইরফানুল ইসলাম সরকারি মেডিকেল কলেজে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। নবীন এই চিকিৎসক অতঃপর “Pacemaker royal academy for advanced tech. ultrasound” হতে ‘CMU’ এবং ‘DMU’ সম্পন্ন করেন, এবং বর্তমানে তিনি NSU-তে সম্মানসূচক ‘MPH’ ডিগ্রিতে অধ্যয়ন করছেন।

চোখ রাখুন সঙ্গীতাঙ্গন-এ, আর সেবা নিন। ঘরে থাকুন, নিরাপদ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। ডা. মোঃ ইরফানুল ইসলাম এর ফোন নং : ০১৬৭৭ ২৫২১৩৫।

ফেসবুক লিংক :-
https://www.facebook.com/mdirfanul.islam

https://www.facebook.com/1480882258814292/videos/535667317062362

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles