– সুব্রত মণ্ডল সৃজন।
বাংলা গান আমাদের প্রাণে যেন
অনাবিল আনন্দ দেয় সারাক্ষণ,
তাইতো আমরা বাংলা গানেই
ডুবিয়ে রাখি আমাদের জীবন।
বর্তমান সময়ের গীতিকবিদের মধ্যে সঞ্জয় শীল অন্যতম নাম। ইতোমধ্যে বেশ কয়েকটি এ্যালবামে গান লিখেছেন তিনি। তার মধ্যে শিল্পী পুর্ণ মিলনের ‘সুখ নাই’ এ্যালবাম। রিংকুর ‘যাইও দেখিয়া’, শফী মন্ডলের ‘মহাজন’। ‘সংসার’ গানটি গেয়েছেন কামরুজ্জামান রাব্বি। ‘ওপার থেকে’ গানটি তার জন্মদাতা পিতা বিমল শীল গেয়েছেন। তাঁর থেকে শিখেছেন গানের অনেক কিছু। এমন তার অনেক গান বর্তমানে শ্রোতারা শুনছে। যা বেশ জনপ্রিয়তাও লাভ করেছে।
তারই ধারাবাহিকতায় এবার আসছে আরেকটি নতুন গান ‘মানবকূল’ শিরোনামে। যে গানের কথা লিখেছেন সঞ্জয় শীল। গানটিতে সুর এবং কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী নাজমুল। গানটি আতিকুর রহমান আতিকের সঙ্গীত পরিচালনায় শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে ‘জি-সিরিজ’ এর ব্যানার থেকে।
সঞ্জয় শীলের সাথে কথা হলে তিনি জানান যে, গানটি অতি দ্রুতই প্রকাশ পাবে। তিনি আরো জানান যে, তিনি বাংলা গানের সাথেই থাকতে চান এবং গান প্রিয় মানুষদের জন্য নিত্য নতুন গান উপহার দিতে চান। গানের মাঝেই তিনি সময় পার করছেন। তার গানের কথার মধ্য দিয়ে যদি কোন মানুষ এতোটুকু আনন্দ এবং আত্মোপলব্ধি করতে পারে তাহলেই তাঁর গীতিকার জীবন সার্থক হবে বলে তিনি মনে করেন।
একটা কথা, গান প্রিয় মানুষেরা যেমন ভালো গানের অপেক্ষায় থাকে, তেমনি ভালো গানও অপেক্ষায় থাকে ভালো গান প্রিয় মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য, মুক্তি লাভের জন্য। তেমনি, ‘মানব কূল’ শিরোনামের গানটিও ভক্তদের জন্য প্রকাশের অপেক্ষায় আছে।