– মোশারফ হোসেন মুন্না।
সুর স্রষ্ঠা, গীতিকবি, ও শিল্পী জগৎ, দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সব ধরণের বিপদে বাংলাদেশের পাশে থেকেছেন, থাকছেন এখনও আছেন। তাদের অবদান আমরা কোনদিন অস্বীকার কিংবা ভুলে যেতে পারবো না। এবার এসেছে মহামারী আতঙ্কিত বিশ্ব ভাইরাস করোনা। এতেও কন্ঠ মিলান শোবিজ অঙ্গনের শিল্পীরা। নানা সচেতনতার বানী শোনা যায় তাদের মুখে। আসুন জানি বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার। যাদুকরী কন্ঠ যার গানে আছে দেশ ও দেশের মানুষের কথা। সেই কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন কি বলেন করোনার প্রসঙ্গে – করোনা একটি সংক্রমণ রোগ। সচেতনতা হলো এই রুগের পরিত্রাণ। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে যারা প্রবাসি বাঙ্গালী বাংলাদেশে ফিরে আসছেন তাদের মধ্যে অনেকে আক্রান্ত। আসলে এটা ঠিক হইনি। চিন ইটালি থেকে বাংলাদেশে রোগের বিস্তার হওয়াটা এতটাই সহজ করে দিয়েছে তারা যা একদম উচিত হইনি। তারাতো প্রথমে ক্ষতি ডেকে আনলো তাদের নিজেদের পরিবারের। তার পর দেশের। বিপদ কপালে থাকলে হবেই। তারপরওতো সাবধানের মার নেই। এখন যারা আমাদের দেশে এই রোগে আক্রান্ত যতদুর জানি তা সীমিত। তবে এই থেকে যেন আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দেন আল্লাহর কাছে এটাই কামনা করি। বিভিন্ন টিভি চ্যানেল গুলেতে করোনা নিয়ে সচেতনতামূলক বিবৃতি আসছে। আমাদের উচিত হবে সেই বিষয় গুলোকে মেনে নেওয়া। আমরা চাই বাংলাদেশের প্রতিটা মানুষ নিরাপদে থাকুক। করোনা মুক্ত থাকুক। আল্লাহর কাছে সবাই দোয়া করবো যেনো আমরা মুক্তি পাই। শিল্পী সাবিনা ইাসমিনকে শুভেচ্ছা জানাই। এবং দোয়া করি যেন তাকে ও তার পরিবারকে আল্লাহ নিরাপদে রাখেন। সেই সাথে সারা বিশ্বের মানুষকে। তবে একটা কথা সত্যি যে আমাদের দেশে যারা এই রোগে আক্রান্ত তারা যেন তাদের নিরাপদ স্থানে রাখে। যারা সুস্থ আছেন তারা আবেগের বসে যেনো আপন আত্বীয়ের নিকট না যান। যে যার জায়গায় অবস্থান করুক। হয়তো আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন।