– সাকিব শাহরিয়ার
আজ থেকে শুরু হলো কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে তিন দিনব্যাপী বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণোৎসব ও গ্রামীণ মেলা। ‘মানুষ ভজলে শোনার মানুষ হবি’ প্রতিপাদ্যে লালন একাডেমীর আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় আজ থেকে চলবে ২২ মার্চ পর্যন্ত। আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী স্মরণোৎসব ও গ্রামীণ মেলা উদ্বোধন করলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া – ১ আসনের সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। এই সময় উদ্বোধক কে এম খালিদ, এমপি আ, কা,ম, সরওয়ার ও মো আসলাম হোসেন লালনের বিভিন্ন দিক তুলে ধরে পৃথক পৃথক বাণী পেশ করেন। চরম উত্তেজনা ও বিপুল জনসমাগমের মধ্য দিয়ে শুরু হলো লালন উৎসব।
আগামীকাল স্মরণোৎসবের দ্বিতীয় দিন। এতে প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি থাকবেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। শেষ দিন অর্থাৎ স্মরণোৎসবের তৃতীয় দিন প্রধান অতিথি হিসেবে থাকবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। আসলাম হোসেন বলেন, এই উপলক্ষে আইন শৃংখলা অনেকটা জোরদার হয়েছে। লালন ভক্তরা আজ বিভিন্ন দেশ থেকে ছুটে এসেছে লালনের টানে। সব দিকে সব কিছু যেনো ঠিকমত থাকে সেই বিষয়ে কঠোর সাবধানতা অবলম্বন করা হয়েছে। আসলে লালন ভক্তরা এই দিনটির আশায় অপেক্ষায় থাকেন সারা বছর। এটা যেনো তাদের আনন্দের এক মিলন মেলা। সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে লালন ও তার ভক্ত অনুরাগীদের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সফল হোক লালন উৎসব।