asd
Friday, November 22, 2024

ঘরোয়া আয়োজনে ইমনের বিয়ে…

– শাহরিয়ার সাকিব।

শওকত আলী ইমন। বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও সুরকার। এক টাকার বউ ছায়াছবির মাধ্যমে জাতীয় চলচ্চিত্রের পুরুষ্কার অর্জন করেন। জনপ্রিয় এই ব্যাক্তিটি গত বৃহস্পতিবার ঘরোয়া আয়োজনের পরিবেশের মধ্যে বিয়ে করেছেন। কনে হলেন একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা হৃদিতা রেজা। শওকত আলী ইমনের বড় বোন আবিদা সুলতানার সহযোগিতায় এই বিয়েটি সংঘটিত হয়। এর আগেও ইমন বিজরী বরকতুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে টানা ১৭ বছর সংসার করেন। তারপর বিবাহ বিচ্ছেদ ঘটে। ২০১২ সালে জিনাত কবরিকেও বিয়ে করেন ইমন। ১৯৭১ সালে ঢাকার যাত্রাবাড়ি শওকত আলী ইমনের জন্ম। সঙ্গীতের ভিতরেই বেড়ে ওঠা তার। তার মা মুসলিমা বেগমও ছিলেন সঙ্গীতশিল্পী। ১৯৯৬ সালে চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে নাম লেখান ইমন। মাঝে কয়েক বছর বিরতি দিয়ে ফের চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা চালিয়ে যান। দেশের গণ্ডি পেরিয়ে ভারতের কলকাতাতেও চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ঢাকা-কলকাতা মিলিয়ে অর্ধ শতাধিক চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালনা করেছেন। পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ক্যাটাগরিতে ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। ইমনের সুরে কণ্ঠ দিয়ে সঙ্গীত জীবন শুরু করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর, দিনাত জাহান মুন্নি, তাসিফ সহ আরো অনেকে। তিনি কলকাতার, অন্যায় অবিচার, বিচারক সহ ১২টি চলচ্চিত্রের গান পরিচালনা করেন। সেখানে তার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, অলকা ইয়াগনিক, সাধনা সরগম, বাবুল সুপ্রিয়, সনু নিগম, ও সানদের মত জনপ্রিয় মত জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা। এছাড়াও তিনি বলিউডে মহেশ ভাট পরিচালিত সার্চ-২ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। ২০০৭ সালে এক টাকার বউ চলচ্চিত্রের মাধ্যমে নতুন করে আবার পরিচালনায় আসেন। এর আগে ২০০২ সালের দিকে চলচ্চিত্রে অশ্লীলতা দেখা দিলে তিনি সরে দাড়ান। কাজ করা বন্ধ করে দেন। তিনি এ পর্যন্ত ৪০০ চলচ্চিত্রের গানে সুর করেছেন। তার ভবিষ্যৎ মঙ্গল কামনায় সঙ্গীতাঙ্গন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles