পাপড়ি আদৃতা।
বিশ্ব ভালবাসা দিবস ২০২০ উপলক্ষে লেজার ভিশনের ব্যানারে শিল্পী কামাল আহমেদ ও প্রিয়াংকা বিশ্বাসের যুগল কন্ঠে গাওয়া গানের মিউজিক ভিডিও ‘শুধু ভালবাসা’ প্রকাশিত হলো। লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা উৎসব সম্পন্ন করা হয়।
মিউজিক ভিডিওর গানটির কথা লিখেছেন মুনশী ওয়াদুদ, সুর ও সঙ্গীত পরিচালনায় ফুয়াদ নাসের, চিত্রগ্রহণ এবং পরিচালনা করেছেন জামিউর রহমান লেমন।
শুধু ভালবাসি গানটি নেওয়া হয়েছে কামাল আহমেদ ও সহশিল্পীদের গাওয়া দ্বৈত কন্ঠে গানের অডিও এ্যালবাম ‘নীল সমুদ্র’ হতে। নীল সমুদ্র এ্যালবামটি লেজার ভিশনের ব্যানারে ২০২০ এর নতুন বছরে প্রকাশিত হয়। এই এ্যালবামে শিল্পী কামাল আহমেদ ও সহশিল্পীবৃন্দের ১৪ (চৌদ্দ)টি গান রয়েছে। গানগুলো হলো : –
আমার চোখে নীল সমুদ্র – গীতিকার: মুনশী ওয়াদুদ, সুরকার: বিশ্বজিৎ সরকার এবং সহশিল্পী সামিনা চৌধুরী।
রঙিন সন্ধ্যা গুলো – গীতিকার: জাহাঙ্গীর রানা, সুরকার: আনিসুর রহমান তনু এবং সহশিল্পী রুমানা ইসলাম।
এই রাত এই জোছনায় – গীতিকার: সুমনা হক, সুরকার: আনিসুর রহমান তনু এবং সহশিল্পী এলিটা করিম।
দুটি মন কাছে আসে – গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: নকিব খান এবং সহশিল্পী প্রিয়াংকা বিশ্বাস।
অভিমান ভরা এই ভালোবাসা – গীতিকার : মুনশী ওয়াদুদ, সুরকার: ফরিদ আহমেদ এবং সহশিল্পী মৌটুসী।
যদি পাশে না থাকো – গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: ফুয়াদ নাসের এবং সহশিল্পী হৈমন্তি রক্ষিত দাস।
এখনো সেই কৃষ্ণচূড়ার ডাল – গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: ফরিদ আহমেদ এবং সহশিল্পী চম্পা বনিক।
হয়তো কোথাও ফুটেছে হাসনাহেনা – গীতিকার: নজরুল ইসলাম বাবু, সুরকার: আনিসুর রহমান তনু এবং সহশিল্পী ইয়াসমীন মুশতারী।
কোন নিঝুম রাতে – গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: ইবনে রাজন এবং সহশিল্পী আফসানা রুনা।
তুমি পাশে আছো বলে – গীতিকার: শাফাৎ খৈয়াম, সুরকার: অশোক পাল এবং সহশিল্পী তানজিনা করিম স্মরলিপি।
তুমি যখন পাশে থাকো – গীতিকার: শাফাৎ খৈয়াম, সুরকার: শেখ সাদী খান এবং সহশিল্পী সুমনা বর্ধণ।
আমার ভালোবাসার স্বপ্ন যেন – গীতিকার: অচিন্ত্যকুমার ভৌমিক, সুরকার: বিশ্বজিৎ সরকার এবং সহশিল্পী অনুপমা মুক্তি।
ভালোবাসি বলেছ তুমি – গীতিকার: মুনশী ওয়াদুদ, সুরকার: ফুয়াদ নাসের এবং সহশিল্পী প্রিয়াংকা বিশ্বাস।
চুপি চুপি কাছে এসো – গীতিকার: আলাউদ্দিন আহমেদ, সুরকার: উজ্জল সিনহা এবং সহশিল্পী রুখসানা মুমতাজ।
শিল্পী কামাল আহমেদ বলেন, যে সঙ্গীত সুন্দরের কথা বলে- সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।