বিশেষ প্রতিনিধি।
গত ৪ঠা ফেব্রুয়ারী ছায়ানট (কলকাতা) – এর উদ্যোগে আন্তর্জাতিক কলকাতা বইমেলার মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হল কাজী নজরুল ইসলামের কবিতা পাঠের অনুষ্ঠান। ছায়ানট (কলকাতা) মূলতঃ কাজী নজরুল ইসলামের সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে কাজ করে।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ছায়ানট কলকাতা এর শিল্পীবৃন্দ। অনুষ্ঠান শুরু হয় মধুমিতা চট্টোপাধ্যায়ের কন্ঠে ‘মানুষ’ ও ‘দূরের বন্ধু’ কবিতা পাঠের মধ্য দিয়ে, প্রনমি ব্যানার্জীর পরিবেশনায় ছিল ‘ঝিঙে ফুল’ ও ‘পল্লী জননী’।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অর্ণব মুখার্জী, বন্দনা দত্ত, মল্লিকা রায়, টুটুন দাস, ইন্দ্রানী লাহিড়ী, সুমন কুমার সাহু, শ্রীপর্ণা বিশ্বাস, স্বরালাপ ও কবিতিকা এর শিল্পীবৃন্দ, তাঁদের পরিবেশনায় ছিল বিভিন্ন আঙ্গিকের কবিতা ।
মাত্র ১ ঘন্টার সংক্ষিপ্ত অনুষ্ঠানেও কবিতা নির্বাচনে ছিল বৈচিত্র যা দর্শকদের বিশেষ ভাবে আকৃষ্ট করে, বড়োদের পাশাপাশি অনেক ছোটরাও এই অনুষ্ঠান উপভোগ করে।
সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ছায়ানট (কলকাতা) – এর সভাপতি সোমঋতা মল্লিক।