সঙ্গীত ও সংস্কৃতি জগতে এক ভিন্নধর্মী নাম ‘সঙ্গীতাঙ্গন’। এই পত্রিকা কর্তৃক আয়োজিত ‘গানে গানে বাংলাদেশ’ শিরোনামে প্রতিযোগিতায় বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। গানে গানে বাংলাদেশের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমগ্র দেশের নতুন নতুন প্রতিভাবান গায়ক গায়িকা ও গীতিকবি, সুরকার প্রতিষ্ঠা করা। তারই ধারাবাহিকতায় গত ১৭ জানুয়ারি বেশকিছু প্রতিভাবান গায়ক-গায়িকা ও গীতিকবি, সুরকার নিয়ে প্রাথমিক নির্বাচনের শেষ পর্বের প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় রাজধানীর ধানমন্ডির জিগাতলায়।
প্রাথমিক নির্বাচনের শেষ পর্ব পরিচালনা ও উপস্থাপনা করেন সঙ্গীতাঙ্গনের কর্ণধার শ্রদ্ধেয় আহসানুল হক এবং ক্যামেরা ও স্টুডিও সজ্জায় ছিলেন প্রিয় মানুষ রাফসান আলী সম্রাট ও গোলাম সাকলাইন। আর যেসব প্রতিযোগী প্রাথমিক নির্বাচনের শেষ পর্বে অংশগ্রহণ করেন তারা হলেন জীবন হোসেন, আলী মৃধা, সুব্রত মণ্ডল সৃজন, বাউল শাহিন শাহ, ফরহাদ হোসেন, রিতা নাজনীন, শোহেল রানা জয়, হোসেন কবির, কাজল মিয়া, শামসুল ইসলাম, মিরাজুর রহমান, আবির আহমেদ, স্বর্ণা খান, শাহরিয়ার হাসান সবুজ, জয় বিশ্বাস চন্দ্র প্রমূখ। দিনব্যাপী অনুষ্ঠানটি ‘Gane Gane Bangladesh’ নামক ফেইসবুক পেইজে লাইভ পোস্ট করা হয়। শীঘ্রই সমগ্র প্রাথমিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে কর্তৃপক্ষ কর্তৃক এ তথ্য জানা গেছে। প্রাথমিক নির্বাচনের ফলাফল জানতে ‘গানে গানে বাংলাদেশ’-এর সাথেই থাকুন।
শুভ সকাল। সকালটা শুরু হোক সঙ্গীতাঙ্গন আয়োজিত গানে গানে বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে। স্বাগতম। প্রাথমিক নির্বাচনের শেষ পর্বের প্রথম রাউন্ডের প্রতিযোগিরা হচ্ছেন – জীবন হোসেন, আমেলি মৃধা, সুব্রত মন্ডল সৃজন, বাউল শাহিন শা।
শুভ সন্ধ্যা। সঙ্গীতাঙ্গন আয়োজিত গানে গানে বাংলাদেশ প্রতিযোগিতায় আপনাদের স্বাগতম। প্রাথমিক নির্বাচনের শেষ পর্বের তৃতীয় রাউন্ডের প্রতিযোগিরা হচ্ছেন – স্বর্ণা খান, শারিয়ার হাসান সবুজ, জয় বিশ্বাস চন্দ্র।
Thanks a lot সঙ্গীতাঙ্গন
We’re working on it. This is our new site. Thanks
Subrata vai er lekha gulo besh valo.
This is my first time pay a visit at here and i am really impressed to
read all at one place.