উর্মি সাহা।
জাতির জনক বঙ্গবন্ধুর শতবর্ষ উৎযাপন উপলক্ষে জাতীয় পুরষ্কার প্রাপ্ত পরিচালক মাসুদ পথিক বানাচ্ছেন ‘দ্যা গ্রেট প্রিজনার বঙ্গবন্ধু’। কবি নির্মলেন্দু গুণ ও কামাল চৌধুরী’র কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে ‘দ্য গ্রেট প্রিজনার বঙ্গবন্ধু’ নির্মান। বিশেষ এই সিনেমায় দুটি গান থাকছে। দুটি গানেরই কথা লিখেছেন মাসুদ পথিক। সুর করেছেন মুরাদ নূর। ঐশীর কণ্ঠে মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে সম্প্রতি ‘তুমি আমার পরম মিতা’ শিরোনামের গানের অডিও ধারণ সম্পন্ন হয়। জানা যায়, আরেকটি গানের অডিও ধারণও শীঘ্রই হবে।
বিশেষ এই সিনেমা প্রসঙ্গে পরিচালক মাসুদ পথিক বলেন, বঙ্গবন্ধু আমার রক্ত আর চেতনায় মিশে আছে। খুব যত্ন করে’ই গবেষণা দিয়ে নির্মান করবো ‘দ্য গ্রেট প্রিজনার বঙ্গবন্ধু’ সিনেমায় দু’টি গান থাকছে। আমার লেখায় দুটো গানেরই সুর করেছে মুরাদ নূর। একটি গেয়েছেন ঐশী। অপরটিও পুরুষ কণ্ঠে শীঘ্রই রেকর্ড করবো।
মুরাদ নূর বলেন, চাষার পুতের সাথে (মাসুদ পথিক) আমার বেশ কয়েকটি কাজ হয়েছে। আমাদের সমন্বয় বেশ ভালো। এমন বিশেষ কাজে আমার প্রতি আস্থা রাখার জন্য পরিচালকের প্রতি কৃতজ্ঞ। সিনেমার দৃশ্যপটে আমারা গান দিয়ে চেষ্টা করেছি জাতির পিতাকে স্মরণ করতে।
ঐশী বলেন, আমাদের সমন্বয়ের সৃষ্টি স্টেশন-২ সাফল্যের পরেই আবার একসাথে কাজ করার প্রবল আগ্রহের প্রকাশ ‘তুমি আমার পরম মিতা’। আমি সম্মানিত, গর্বিত। এমন বিশেষ কাজে আমাকে রাখার জন্য। চমৎকার কথা সুরের সমন্বয়ে একটু রক মেলো ধাঁচের গানটি গেয়ে বেশ মজা পেয়েছি।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর শতবর্ষ উৎযাপন উপলক্ষে মার্চের শুরুতে মাসুদ পথিকের কাহিনী, চিত্রনাট্য, পরিচালনায় ‘দ্য গ্রেট প্রিজনার বঙ্গবন্ধু’ মুক্তি পাবে।