– সুব্রত মণ্ডল সৃজন।
নতুন বছরেই সঙ্গীত জগৎ পেল নতুন উপহার।
কামাল আহমেদ বাংলা সংগীত জগতে এক উজ্জ্বলতম নাম। যার গানে মুগ্ধ হয় আমাদের প্রাণ। আত্মা খুঁজে পায় তার খোরাক।
মূলত কামাল আহমেদ একজন আদর্শ রবীন্দ্র সংগীত শিল্পী। কণ্ঠ দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় আধুনিক গানে।
১লা জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে কামাল আহমেদ এর ১৭তম অডিও এ্যালবাম ‘নীল সমুদ্র’ ও মিউজিক ভিডিও ‘ভালবাসি ভালবাসি’ লেজার ভিশনের ব্যানারে ও তারই ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এ প্রকাশনা সম্পন্ন করা হয়।
‘নীল সমুদ্র’ এ্যালবামে মোট ১৪টি গান রয়েছে।
গানগুলোতে মোট সহশিল্পী আছেন ১৩ জন, গীতিকার আছেন ৮ জন এবং সুরকার আছেন ৯ জন।
গান, সহশিল্পী, গীতিকার ও সুরকার হলো-
০১. আমার চোখে নীল সমুদ্র
সহশিল্পী- সামিনা চৌধুরী, গীতিকার- মুনশী ওয়াদুদ, সুরকার- বিশ্বজিৎ সরকার।
০২. রঙিন সন্ধ্যা গুলো
সহশিল্পী- রুমানা ইসলাম, গীতিকার- জাহাঙ্গীর রানা, সুরকার- আনিসুর রহমান তনু।
০৩. এই রাত এই জোছনায়
সহশিল্পী- এলিটা করিম, গীতিকার- সুমনা হক, সুরকার- আনিসুর রহমান তনু।
০৪. দুটি মন কাছে আসে
সহশিল্পী- প্রিয়াংকা বিশ্বাস, গীতিকার- ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার- নকিব খান।
০৫. অভিমান ভরা এই ভালোবাসা
সহশিল্পী- মৌটুসী পার্থ, গীতিকার- মুনশী ওয়াদুদ, সুরকার- ফরিদ আহমেদ।
০৬. যদি পাশে না থাকো
সহশিল্পী- হৈমন্তি রক্ষিত দাশ, গীতিকার- ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার- ফুয়াদ নাসের।
০৭. এখনো সেই কৃষ্ণচূড়ার ডাল
সহশিল্পী- চম্পা বনিক, গীতিকার- ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার- ফরিদ আহমেদ।
০৮. হয়তো কোথাও ফুটেছে হাসনাহেনা
সহশিল্পী- ইয়াসমীন মুশতারী, গীতিকার- নজরুল ইসলাম বাবু, সুরকার- আনিসুর রহমান তনু।
০৯. কোন নিঝুম রাতে
সহশিল্পী- আফসানা রুনা, গীতিকার- ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার- ইবনে রাজন।
১০. তুমি পাশে আছো বলে
সহশিল্পী- তানজিনা করিম স্মরলিপি, গীতিকার- শাফাৎ খৈয়াম, সুরকার- অশোক পাল।
১১. তুমি যখন পাশে থাকো
সহশিল্পী- সুমনা বর্ধণ, গীতিকার- শাফাৎ খৈয়াম, সুরকার- শেখ সাদী খান।
১২. আমার ভালোবাসার স্বপ্ন যেন
সহশিল্পী- অনুপমা মুক্তি, গীতিকার- অচিন্ত্যকুমার ভৌমিক, সুরকার- বিশ্বজিৎ সরকার।
১৩. ভালোবাসি বলেছ তুমি
সহশিল্পী- প্রিয়াংকা বিশ্বাস, গীতিকার- মুনশী ওয়াদুদ, সুরকার- ফুয়াদ নাসের এবং
১৪. চুপি চুপি কাছে এসো
সহশিল্পী- রুখসানা মুমতাজ, গীতিকার- আলাউদ্দিন আহমেদ, সুরকার- উজ্জল সিনহা।
এই এ্যালবামের টাইটেল সং ‘আমার চোখে নীল সমুদ্র’ সামিনা চৌধুরীর সাথে দ্বৈতকন্ঠে গাওয়া গানটি নিয়ে নির্মাণ করা হয়েছে ‘ভালবাসি ভালবাসি’ মিউজিক ভিডিও।
এই মিউজিক ভিডিও চিত্র গ্রহণ এবং পরিচালনা করেছেন জামিউর রহমান লেমন।
এর আগে প্রকাশিত কামাল আহমেদ এর অডিও ১৬টি এ্যালবাম হলোঃ
০১. সাদা মেঘের ভেলা (রবীন্দ্রসঙ্গীত)
০২.নানা রঙের দিনগুলি (রবীন্দ্রসঙ্গীত)
০৩. পথ চাওয়াতেই আনন্দ (রবীন্দ্রসঙ্গীত)
০৪. ফাল্গুনের দিনে (রবীন্দ্রসঙ্গীত)
০৫. নিঃশব্দ চরণে (মিক্সড এ্যালবাম-রবীন্দ্রসঙ্গীত)
০৬. গোধূলি (হারানো দিনের গান)
০৭. কান পেতে রই (রবীন্দ্রসঙ্গীত)
০৮. বেঁধেছি আমার প্রাণ (রবীন্দ্রসঙ্গীত)
০৯. ভরা থাক স্মৃতিসুধায় (রবীন্দ্রসঙ্গীত)
১০. নিদ্রাহারা রাতের গান (রবীন্দ্রসঙ্গীত)
১১. বালুকা বেলায় (হারানো দিনের গান)
১২. অধরা (আধুনিক গান)
১৩. গানের তরী (তিন কবির গান)
১৪. দূরের বন্ধু (রবীন্দ্রসঙ্গীত)
১৫. মহাকাব্যের কবি (বঙ্গবন্ধু স্মরণে গান) এবং
১৬. একুশের স্বরলিপি (মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান)।
এদের মধ্যে ১০ টি ‘রবীন্দ্রসঙ্গীত’ নিয়ে। বাকি ৬টি জনপ্রিয় অন্যান্য। তার গানগুলো বাংলার মানুষের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
সৃষ্টির স্বীকৃতি স্বরূপ তাঁর সফলতার পালকে এ পর্যন্ত পর্যন্ত যুক্ত হয়েছে ০৭(সাত)টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার :
সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ।
সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান।
চান সঙ্গীত- ভরা জীবনের সুন্দর একটা জয়।
যে সঙ্গীত সুন্দরের কথা বলে- সেই সঙ্গীত নিশ্চয় গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত, যার হবে না ক্ষয়!
শিল্পী কামাল আহমেদের গাওয়া গানে মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।
জয় হোক বাংলা সংগীতের।