– তথ্য সংগ্রহে মীর শাহ্নেওয়াজ।
অনুপ্রাণিত গান –
কতটা পথ পেরোলে তবে – কবীর সুমন
মূল গান –
ব্লোয়িং ইন দ্য উইন্ড – বব ডিলান
কবীর সুমন বলছেন “কতটা পথ পেরোলে তবে” গানের পিছনের গল্প।
বব ডিলানের গাওয়া ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’ প্রথম শুনেছিলাম ১৯৭৩ সালে ফ্রান্সে। সেই থেকে গানটা আমার পিছু ছাড়েনি।…
১৯৮৭ সাল। কোলোন, জার্মানি।
মাঝরাত পেরিয়ে গিয়েছে। ‘ডয়েটস ভেলে’র (জার্মান রেডিও) বাংলা বিভাগে আমার টেবিলে বসে খবর তর্জমা করছি। চার দিক নিঝুম। কেন জানি না, ডিলানের ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’ গানটা মাথার ভেতর ঘুরছে সমানে।
হঠাৎ একটা কাগজে নিজের হাতে প্রায় অজান্তেই যেন লিখে ফেললাম –
‘প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা।’
লেখার সঙ্গে সঙ্গে প্রথম লাইনগুলো যেন আপনিই বেরিয়ে এলো –
‘কতটা পথ পেরোলে তবে
পথিক বলা যায়,
কতোটা পথ পেরোলে পাখি
জিরোবে তার ডানা,
কতোটা অপচয়ের পর
মানুষ চেনা যায়,
প্রশ্নগুলো সহজ আর
উত্তরও তো জানা।’ – কবীর সুমন
অনুপ্রাণিত গান –
“কতটা পথ পেরোলে তবে” / কবীর সুমন
https://www.youtube.com/watch?v=N1E1QzjJT3E
মূল গান –
“ব্লোয়িং ইন দ্য উইন্ড” / বব ডিলান
https://www.youtube.com/watch?v=G58XWF6B3AA