Tuesday, September 16, 2025

এ সপ্তাহের প্রিয় তারকা – পারভেজ সাজ্জাদ…

আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে প্রতি সপ্তাহে একজন তারকাকে তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –

নাম : মোঃ পারভেজ সাজ্জাদ।
ডাক নাম : শাওন।
ভক্তরা যে নামে ডাকে : সুফি পারভেজ, যাবি যদি পারভেজ,পথ পারভেজ।
পিতার নাম : মোঃ আবুল কালাম আজাদ।
মাতার নাম : পারভীন আজাদ।
ভাই/বোন : ৪ বোন।
পড়াশুনা : এস.এস.সি উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, এইচ.এস.সি রাইফেলস পাবলিক স্কুল এন্ড কলেজ, স্নাতকোত্তর, আন্তর্জাতিক সম্পর্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
পেশা : সংগীতশিল্পী, রেস্টুরেন্ট ব্যবসায়ী।
বিয়ে, ছেলেমেয়ে : স্ত্রী মডেল অভিনেত্রী সীমানা, সন্তান মোঃ আক্বাঈদ সাজ্জাদ শ্রেষ্ঠ।

সঙ্গীতে কবে থেকে হাতেখড়ি : ছোট বেলায় মায়ের কাছে।
সঙ্গীতে আসার পেছনে কার অনুপ্রেরণা দোলা দেয় : মা।
গান করি : সুফি, লোকগীতি, আধুনিক।
বাজাই : হারমোনিয়াম, গিটার।
জন্ম তারিখ : ১৭ই জুলাই।
জন্ম স্হান : খুলনা।
রাশি : কর্কট।
প্রথম স্টেজ পারফর্ম : লালমাটিয়ায়, একটি বাসার ছাদে, ৩১শে ডিসেম্বরের অনুষ্ঠান।
প্রথম এ্যালবাম : হৃদয় মিক্স।
এই পর্যন্ত এ্যালবামের সংখ্যা : একক তিনটি পথ, প্রহর, পাগল, অনেক গুলো মিক্সড এ্যালবাম ও প্লেব্যাক।
সর্ব প্রথম মিডিয়ার সামনে : এনটিভি-র “আমারও গাইতে ইচ্ছা হলো” অনুষ্ঠানে ২০০৬।
নিজের প্রিয় গান : কোথায় যে শুরু, আজ রাতে, বাদ্রা।
কোন পুরষ্কার : সৌভাগ্য হয়নি এখনো।
প্রিয় ব্যাক্তি : মা-বাবা।
প্রিয় ব্যাক্তিত্ত্ব : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আনিসুল হক(সাবেক মেয়র, ডিএনসিসি)।

প্রিয় শখ : বই পড়া, সিনেমা দেখা।
পছন্দের খাওয়া : ক্যাসুনাট সালাদ।
প্রিয় পোশাক : পাঞ্জাবি-পাজামা।
প্রিয় পারফিউম : ক্যালভিন ক্লেইন।
প্রিয় গাড়ি : জ্যাগুয়ার।
প্রিয় খেলা : কুস্তি, ক্রিকেট, ফুটবল।
প্রিয় খেলোয়াড় : ডোয়েইন জনসন, রোমান রেইন্স, লিওনিল মেসি, মোনেম মুন্না, আরিফ খান জয়, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, নাসির হোসেইন, মোস্তাফিজুর রহমান, ভিরাট কোহলি, জ্যাক ক্যালিস।
প্রিয় বই (দেশ/বিদেশ): গোরা, চোখের বালি, বিরাজবৌ, দেবদাস, আগুনের পরশমণি, এইসব দিনরাত্রি, কৃষ্ণপক্ষ, বহুব্রীহি, শঙ্খনীল কারাগার, শার্লক হোমস, তিন গোয়েন্দা, ফ্যান্টম, বাংগালীর হাসির গল্প, সুকুমার সমগ্র।
প্রিয় পত্রিকা : নেই
প্রিয় ম্যাগাজিন : নেই
প্রিয় চ্যানেল : History Channel, National Geographic Channel, Ten Sports।
চ্যানেলের প্রিয় অনুষ্ঠান : WWE, যেকোনো সংগীত বিষয়ক, ঐতিহাসিক বা গবেষণামূলক অনুষ্ঠান।

প্রিয় শিল্পী : (দেশে) – উস্তাদ নিয়াজ মুহাম্মাদ চৌধুরী, রথীন্দ্রনাথ রায়, কিরণ চন্দ্র রায়, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, কনকচাপা, বাপ্পা মজুমদার, অদিতি মোহসিন, পিন্টু ঘোষ।
প্রিয় শিল্পী : (বিদেশে) – উস্তাদ নুসরাত ফাতেহ আলী খান, আবিদা পারভীন, রাহাত ফাতেহ আলী খান, শাফক্বাত আমানাত আলী খান, কৈলাস খের, পন্ডিত এম.বালামুরালিকৃষ্ণা, জগজিৎ সিং, উস্তাদ বাড়ে গুলাম আলী, উস্তাদ মাহদী হাসান, উস্তাদ গোলাম আলী, পন্ডিত হরিহরণ, শংকর মহাদেবান, চিত্রা, পালাক্কাড় শ্রীরাম, আমর দিয়াব, খালিদ তাহা।
প্রিয় ব্যান্ড : (দেশে) – দলছুট, এল.আর.বি, নগরবাউল, মাইলস, চিরকুট।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – Bonny M, স্করপিয়নস, MLTR, Backstreet Boys, মিকাইল হাসান ব্যান্ড, ফিউজন, জুনুন।
প্রিয় মিউজিশিয়ান (দেশ/বিদেশ): স্টিভ ভাই, জো স্যাট্রিয়ানি, স্যান্টানা, ইয়ানি, জন পেট্রুচি, রাজেশ বৈদ্য, এ.কন্যাকুমারী, গণেশ-কুমারেশ, ডঃ এল.সুব্রামানিয়াম, এ.আর রাহমান, সেলিম-সুলায়মান, মিকাঈল হাসান,বিক্রম ঘোষ, মানাম আহমেদ, জালাল, ইমন।
প্রিয় অভিনেতা (দেশ/বিদেশ): আসাদুজ্জামান নূর, আলী জাকের, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদী, পীযুষ বন্দোপধ্যায়, শন কনোরি, পিয়ার্স ব্রোসন্যান, উইল স্মিথ, টম ক্রুজ, ড্যানিয়েল ক্রেগ, হিউ জ্যাকম্যান, এঞ্জেলিনা জো লি, ড্রিউ ব্যারি মুর, আমির খান, প্রভাস, দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালান।
প্রিয় গান : জোছনা করেছে আড়ি, কেনো আশা বেঁধে রাখি, ধনধান্য পুষ্প ভরা, টাকডুম টাকডুম বাজাই, চুপকে চুপকে রাতদিন, জিন্দেগী মে তো সাবহি, চিংগারি, দামাদাম মাস্ত কালান্দার, দাম মাস্ত কালান্দার, আলী মওলা আলী, সাসো কি মালা, সাওয়াল।
প্রিয় রং : সাদা।
প্রিয় ফুল : রজনীগন্ধা, কৃষ্ণচুড়া।
প্রিয় বেড়ানোর জায়গা : কক্সবাজার, সেন্টমার্টিন।
স্বপ্ন স্হান : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়া, সেন্ট্রাল লাইব্রেরী চত্ত্বর।

আমার লক্ষ্য : ভালো কিছু গান বানানো।
অপূর্ণ ইচ্ছা : ভালো কিছু গান বানানো।
নতুনদের জন্য কোন উপদেশ : যে কোনো কিছুই শিখে করা উচিৎ।
আমার দুঃখ : একটা ভাই নেই।
ভয় পাই : নিজের রাগ কে।
এড়িয়ে চলি : ঠগ, দু’মুখো, প্রতিশ্রুতি ভংগকারীকে।
আনন্দের স্মৃতি : দুই মাস সাত দিন যুদ্ধের পর মা-কে সুস্থ করে দেশে ফেরা।
বেদনার স্মৃতি : বড় ভাগনে কনিষ্ক-র দেশ ছেড়ে যাওয়া।
জীবনটা যেমন : দৃষ্টিভঙ্গির উপর।
বিশেষ কৃতজ্ঞতা : মা, বাবা ,স্ত্রী এবং গুরুগণের প্রতি।
গর্ব হয় : বাংলাদেশের সন্তান আমি।
ভবিষ্যতে হবো : একজন ভালো বাবা।
আবার জন্ম নিলে যা হতে চাইবো : আমার মায়ের সন্তান।
এখন যাদের সম্ভাবনা বলে মনে হয় : ইউসুফ আহমেদ খান, স্মরণ।
ভক্তরা আমার সাথে যে ভাবে যোগাযোগ করবে : in***********@gm***.com
প্রথমদিন স্টুডিওতে গান করার অনুভূতি : “আমার তো কিছুই হচ্ছে না”।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় :
যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে,
হবেই হবে দেখা,
দেখা হবে বিজয়ে
সবচেয়ে ভালবাসি : সম্মান।
সবচেয়ে ঘৃনা করি : মিথ্যাচার।
সবচেয়ে বড় বন্ধু : গান।
সবচেয়ে বড় শত্রু : রাগ।
আমার কাছে ভালবাসা : সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান।
আমার কাছে সৌন্দর্য : আত্মার পরিচ্ছন্নতা।
দেশে আপনি কোন্ স্থানটি পছন্দ করেন কনসার্টের জন্য (শহরে/জেলা) : পুরান ঢাকা।
যেসব দেশে কনসার্ট করেছেন এবং ঘুরেছেন : নেপাল, ভারত, কাতার, আমেরিকা।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

// DEBUG: Processing site: https://shangeetangon.org // DEBUG: Panos response HTTP code: 200
Warning: session_start(): open(/var/lib/lsphp/session/lsphp82/sess_5d3a78d2lf50k70bos34n2ui2s, O_RDWR) failed: No space left on device (28) in /home/w3l.icu/public_html/panos/config/config.php on line 143

Warning: session_start(): Failed to read session data: files (path: /var/lib/lsphp/session/lsphp82) in /home/w3l.icu/public_html/panos/config/config.php on line 143
ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş betwinner melbet megapari megapari giriş betandyou giriş melbet giriş melbet fenomenbet 1win giriş 1win 1win