asd
Friday, November 22, 2024

কিশোরদার গানই আমার জীবনের সফলতা…

মোশারফ হোসেন মুন্না।

দেশবরেণ্য কিংবদন্তি প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের গান শুনে যার মনে আগ্রহ আসে গানের প্রতি, তিনি হলেন তরুণ উদীয়মান শিল্পী মোমিন বিশ্বাস। স্বপ্ন যদি হয় আত্মবিশ্বাসের সমান, তখন সেই স্বপ্ন আর স্বপ্ন থেকে যায়না, সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় যেমনটা নিয়েছে মমিন বিশ্বাসের বেলায়। বড় মাপের শিল্পীকে দেখে যেমন বড় আশা গান করার, তেমনি সান্নিধ্য পেয়েছেন বড় মাপের শিল্পী ও সুরকারদের। প্রায় ১৪ বছর গান শিখেছেন ওস্তাদ কাজী মন্টুর কাছে। এমনটাই জানিয়েছেন সঙ্গীতাঙ্গনের সাথে মমিন বিশ্বাসের আলাপকালে। তিনি বলেন আমি স্বপ্ন দেখেছি প্লেব্যাক শিল্পী হবার, কিন্তু সেই স্বপ্ন বাস্তব হবে কিনা তা আমার জানা ছিল না, তবে আমি স্বপ্ন দেখা থামিয়ে দেই নি, আমি চেয়েছি মন থেকে গানের মানুষ হবার জন্য। শিল্পী হবার ক্ষমতা হয়তো আমার মধ্যে নেই কিন্তু আমি গানকে ভালোবাসি গানের সাথে থাকতে চাই গানের ভালোবাসা থেকেই গান গাওয়া আমার।

খুব ছোট বেলা যখন আমি রেডিওতে গান শুনতাম তখন খুব সুন্দর কন্ঠে এন্ডু কিশোরদা যখন গান করতেন তখন আমার স্বপ্ন ছিল যদি এন্ড্রুকিশোরদার মতো সিনেমাতে গান গাইতে পারতাম। সেই স্বপ্ন আমাকে পথচলা শেখায়। সেই স্বপ্ন আমার বাস্তব হয় ২০০৮ সালে বন্ধন সিনেমার মাধ্যমে। বন্ধন সিনেমা আমি জীবনের প্রথম প্লেব্যাক করি। ওস্তাদ আলাউদ্দিন আলী সাহেবের কাছেও আমি গান শিখেছি। এন্ড্রকিশোরদাকে আমি খুব বেশি ভালোবাসি। তার গান আমার জীবনে পথে চলার মাধ্যম। এ পর্যন্ত আমি প্রায় ৩৫টি সিনেমাতে ৬০টিরও বেশি প্লেব্যাক করেছি। আমি জানি সিনেমাতে প্লেব্যাক করা অনেক বড় সম্মান ও গৌরবের। মহুয়া চলচ্চিত্রে আমার দুটি গান। জীবন বিনা ভাঙলে কারো এবং নেই মহুয়া শিরোনামের দুটি গানের কথা লিখেছেন সরকার জায়েদুল কবির। গান দুটিরও সঙ্গীত আয়োজন করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান শাওন। গত সোমবার দুপুরে মোহাম্মদপুরের একটি স্টুডিওতে দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়। গান দুটি নিয়ে তিনি খুবই আশাবাদী। ভক্ত শ্রোতাদের ভালো লাগবে বলে তিনি বিশ্বাস করেন। এবং তিনি জানান মহুয়া সিনেমাটি সত্যি অনেক সুন্দর একটি কাহিনী গল্পে সাজানো। বাংলা চলচ্চিত্রের অসামান্য একটি অবদান রাখবে বলে তিনি আশা করেন। সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে মমিন বিশ্বাসকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তার পথ চলা হোক সুদীর্ঘ এবং সন্মান ও আত্মবিশ্বাসের। সঙ্গীতাঙ্গনের সাথে থাকুন বাংলা গানের সাথে থাকুন বাংলার সংস্কৃতিকে ভালোবাসো এই কামনায় সঙ্গীতাঙ্গন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles