নতুন কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন শাহনাজ বেলী…

নিরব হাসান ।

আসছে শীত বাড়ছে গান। এই সময়টায় যেন গানের সময়। এসময় নতুন নতুন গান প্রকাশ এবং স্টেজ শোতে ব্যস্ত থাকতে হয় শিল্পীদের। শীতের আমেজে গানের উৎসবে, স্টেজ কাঁপানো যত শিল্পী আছে তাদের মধ্যে শাহনাজ বেলী একজন। বিভিন্ন সময়ে তার স্টেশন মাধ্যমে ভক্তদের মন জয় করে নেন। তরুণ প্রজন্মের জন্য শাহনাজ বেলীর গান খুবই জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে তিনি ফোক গানের জন্যই জনপ্রিয়। বর্তমান সময়টা কাটছে তার ব্যস্ততার মধ্য দিয়ে। শীত মৌসুমের সন্নিকটে এসে শাহনাজ বেলী ব্যাস্ত সময় পার করছেন। যদিও শীতের পুরোপুরি আমেজটা এখনো শুরু হয়নি হয়তো ব্যস্ততা আরো বেড়ে যাবে কিছুদিন পর এমনটাই বলেন শাহনাজ বেলী। রাধারমনের গান নিয়ে যে এ্যালবাম করেছেন তার কয়েকটি গানের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি। দু’টি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। অন্যদিকে শাহ আলম সরকারের কথা-সুরে ও সুমন কল্যাণের সঙ্গীতায়োজনে মাকে নিয়ে একটি গান গেয়েছেন তিনি। এর বাইরে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় ও বিশ্বজিত রায়ের সুরে একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন বেলী। নতুন গানের ব্যস্ততা প্রসঙ্গে এ শিল্পী বলেন, কয়েকটি গানের কাজই করলাম সম্প্রতি। এগুলো একেকটি বিষয় ও ঘরানার। এগুলো শ্রোতাদের জন্য আমার পক্ষ থেকে চমক। গানগুলো নির্দিষ্ট সময় পর পর প্রকাশ হবে। আশা করছি শ্রোতারা পছন্দ করবেন। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles