asd
Friday, November 22, 2024

কাজী তিতাসের ‘বেদনার রঙ যদি হয় নীল’…

শাহরিয়ার সাকিব।

কিছুদিন পরপরই ভালবাসার কথামালায় সাজানো এবং ভালোবাসায় হারিয়ে যাওয়া সুরে নতুন নতুন গান নিয়ে হাজির হন কাজী তিতাস। ট্যালেন্ট এন্ড ক্রিয়েটিভিটি প্রোডাকশন হাউজের মাধ্যমে আবারও আসছে নতুন গান জি-সিরিজের ব্যানারে ‘বেদনার রং যদি হয় নীল’।
গানটি লিখেছেন একইসাথে সঞ্জয় মুখার্জী এবং কাজী তিতাস। গানটির সুর করেছেন কাজী তিতাস। মিউজিক কম্পোজিশনে আছেন মীর মাসুম। গানটি সম্পর্কে কাজী তিতাস বলেন, বেশ কিছু বছর আগে পিয়ানোতে বসেছিলাম একটা নতুন গান করার উদ্দেশ্যে। তখনই হঠাৎ করে মাথায় আসলো একটা লাইন ‘বেদনার রঙ যদি হয় নীল’। শুরু হলো গানটির ডিজাইন কিন্তু কিছুতেই মিলাতে পারছিলাম না কথাগুলো। তখন ফোন করলাম ক্যানাডাতে সেখানে থাকে আমার গানের বন্ধু বড় ভাই লিজেন্ড রকস্টার রকেটকে উনি একটা উপায় দিলো। তারপর আমাদের লিরিস্টিক সঞ্জয় মুখার্জী গানটি সুন্দর করে লিখে দিলো। আমি বরাবরই কৃতজ্ঞ যখন গানের সুরের উপর কথা লেখা হয় তখন আমাদের ভেতরে লেখার লজিক নিয়ে ভালোই তর্ক হতো। তবে মাঝে মাঝে ওর নিজের লেখা আর আমি যখন শুরু করি তখন কোনো প্রবলেম হতো না তারপর মির মাসুম গানের মিউজিক করল পরশমণি খুব সুন্দর করে গানটি গেয়ে দিল। তিনি এখন লন্ডনে থাকেন। আমাকে তিনি বরাবরই রিকুয়েস্ট করতেন তখন থেকেই তার কথাটা আমার মাথায় ছিল। তাই ভাবলাম গানটি তাকে দিয়ে করাই। যে কথা সেই কাজ পরশমনিকে দিয়ে এই গানটি রেকর্ডিং করা হলো এবং খুব ভালো গাইল। তারপর মিলন ভিডিওটি করে দিল জি সিরিজের ব্যানারে অচিরেই গানটি রিলিজ হবে সবাইকে গানটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করি গানটি সবার ভালো লাগবে। সবাইকে গানটি শোনার আমন্ত্রণ রইল। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন সঙ্গীতাঙ্গন এর সাথে থাকুন বাংলা গানের সাথে থাকুন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles