মোশারফ হোসেন মুন্না।
যে বা যারা জন্ম নিয়ে পৃথিবীতে এসেছেন মৃত্যু তাকে একদিন ডাকবেই। মৃত্যুর সাথে আড়ি দিয়ে কেউ কোন দিন পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারেনি আর কেউ পারবেও না। আমরা জীব তাই জীবের মৃত্যু হবেই। তবে কিছু কিছু মানুষ আছে যাদের মরনের মধ্যেও থেকে যায় আজীবন বেঁচে থাকার সাধনা। আর তারা কর্মের মাধ্যমে বেঁচে থাকে সারা জীবন মানুষের অন্তরে। তবে হ্যাঁ মাঝে মাঝে মনের মধ্যে কষ্ট লাগে যখন এই কিংবদন্তি মানুষগুলো আমাদের থেকে হারিয়ে যায় চিরদিনের জন্য। এমনই একজন সুর সম্রাজ্ঞী ভারতের কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর যিনি গুজবের মধ্যে আমাদের থেকে বিদায় নিয়েছেন, তবে বাস্তবিক অর্থে তিনি এখনো বেঁচে আছেন। লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তি শিল্পী আমাদের মাঝ থেকে হারিয়ে গেলে সঙ্গীতাঙ্গন অনেক বিশাল কিছু হারিয়ে ফেলছে ভাবা যায়। গত দু’দিন আগে ভারতের একটি মাধ্যম প্রচার করেছেন লতাজি মারা গেছেন কিন্তু এটা ছিল তাদের ছড়ানো গুজব। এই গুজবে কান দিয়েছেন অনেকেই, শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত তার মৃত্যুর সংবাদ বিশ্বাস করে নিয়েছিলেন। সুরম সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে দেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে একদল চিকিৎসক। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসক মুম্বাই এসেছেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। তবে তিনি জানিয়েছেন, লতাজির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। অবশ্য তার পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে বিশেষ কিছু জানানো হয় নি। গত ১১ই নভেম্বর মধ্যরাতে প্রবল শ্বাসকষ্টের জন্য লতা মঙ্গেশকরকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতাল সূত্রে বলা হয়েছিল, তিনি ফুসফুসের সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। লতাজির অসুস্থতার সংবাদ জানার পর থেকে অনুরাগী এবং বলিউডের সকলে তার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা শুরু করেছেন। লতাজির পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে এ ধরনের গুজব মিথ্যা এগুলো যেন কেউ বিশ্বাস না করেন। লতাজি এখন একটু আরোগ্যের পথে বলে জানিয়েছেন তার পরিবার। সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এর জন্য দোয়াপ্রার্থী।