আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে প্রতি সপ্তাহে একজন তারকাকে তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –
নাম : রাসেদ উদ্দিন আহমেদ।
ডাক নাম : তপু।
ভক্তরা যে নামে ডাকে : তপু।
পিতার নাম : সামসুদ্দিন আহমেদ।
ভাই/বোন : দুই ভাই এক বোন, ভাই সাইফুদ্দিন ও বোন আয়েশা।
পড়াশুনা : এস.এস.সি ও এইচ.এস.সি বরিশাল ক্যাডেট কলেজে এবং বিবিএ ও এমবিএ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে।
পেশা : সঙ্গীত।
প্রেম : সহ ধর্মিনি নাদিবা খলিল।
সঙ্গীতে কবে থেকে হাতেখড়ি : ১৯৯৮ সালে।
সঙ্গীতে আসার পেছনে কার অনুপ্রেরণা দোলা দেয় : মা।
প্রথম ব্যান্ড : যাত্রী ব্যান্ড।
সাম্প্রতিক ব্যান্ড : যাত্রী ব্যান্ড।
গান করি : ভালোলাগার নিজের লেখা গান গুলোই।
বাজাই : গিটার।
জন্ম তারিখ : ২রা জুন।
জন্ম স্হান : ঢাকা।
রাশি : মিন।
প্রথম স্টেজ পারফর্ম : নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে একটি ব্যান্ড সঙ্গীতে।
প্রথম এ্যালবাম : স্বপ্নচূরা-১।
এই পর্যন্ত এ্যালবামের সংখ্যা : সলো-৪টা, ব্যান্ড -২টা, মিক্সড -২০ টার ও বেশি।
সর্ব প্রথম মিডিয়ার সামনে : এটিএন বাংলার একটি মিউজিক অনুষ্ঠানে।
নিজ ব্যান্ড বা নিজের প্রিয় গান : একটা গোপন কথা।
কোন পুরষ্কার :শ্রোতাদের ভালোবাসা।
প্রিয় ব্যাক্তি : আমার বাবা।
প্রিয় ব্যাক্তিত্ত্ব : বাবা।
প্রিয় শখ : গান তৈরি করি, গান শোনা, মুভি দেখা।
পছন্দের খাওয়া : শিক কাবাব।
প্রিয় পোশাক : টি শার্টও জিন্স প্যান্ট।
প্রিয় পারফিউম : মবলা।
প্রিয় গাড়ি : আমার প্রিয় গাড়ি এলিয়েন।
প্রিয় খেলা : দেখতে ফুটবল আর খেলতে বাস্কেটবল।
প্রিয় খেলোয়াড় : মেসি।
প্রিয় বই (দেশ/বিদেশ): হুমায়ুন আহমেদের সঙ্খনীল কারাগার।
প্রিয় ম্যাগাজিন : রহস্য ম্যাগাজিন।
প্রিয় চ্যানেল : স্পোর্টস, ডিসকভারি, নেশনাল জিওগ্রাফি।
চ্যানেলের প্রিয় অনুষ্ঠান : রান্না বিষয়ক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান।
প্রিয় শিল্পী : (দেশে) – সঞ্জীব চৌধুরী।
প্রিয় শিল্পী : (বিদেশে) – মাইকেল জেকশন
প্রিয় ব্যান্ড : (দেশে) – নিজ ব্যান্ড যাত্রী।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – স্কোরপিয়েন্স।
প্রিয় মিউজিশিয়ান (দেশ/বিদেশ): দেশে-সোয়াদ আল মোস্তাবিজ, বিদেশে- এ আর রহমান।
প্রিয় অভিনেতা (দেশ/বিদেশ): মোশারফ করিম।
প্রিয় অভিনেত্রী (দেশ/বিদেশ): সুবর্ণা মোস্তোফা।
প্রিয় রং : নীল।
প্রিয় ফুল : বেলি।
প্রিয় বেড়ানোর জায়গা : কক্সবাজার।
স্বপ্ন স্হান : সুইজারল্যান্ড।
আমার লক্ষ্য : নিজের যা উদ্যোগ হয় সব ধরনের গান গেয়ে যাওয়া।
অপূর্ণ ইচ্ছা : যা কিছু করার ইচ্ছা এখন পর্যন্ত তা করে যাওয়া।
নতুনদের জন্য কোন উপদেশ : সৎ ও নিষ্ঠাবান থাকতে হবে ও সব সময় হাসি খুশি থাকা।
আমার দুঃখ : নাই।
ভয় পাই : সাপ।
এড়িয়ে চলি : ভন্ডামি, যারা মুখে এক আর মনে আরেক।
আনন্দের স্মৃতি : এস. এস. সি ও আমার প্রথম এ্যালবাম বের হওয়ার পর বাবা মার মুখের হাসি।
বেদনার স্মৃতি : দাদুর চললে যাওয়া।
জীবনটা যেমন : আমি খুব সহজ ভাবে দেখি।
বিশেষ কৃতজ্ঞতা : আমার পরিবার, বন্ধু ও আমার মিউজিক ক্যারিয়ারে যারা সাহায্য করেছে।
গর্ব হয় : যখন বাংলাদেশ ক্রিকেট জয় লাভ করে বিশ্বে আলোচিত হয়।
আবার জন্ম নিলে যা হতে চাইবো : তপু হয়েই জন্ম নিতে চাই।
এখন যাদের সম্ভাবনা বলে মনে হয় : যারা ভালোবেসে কাজ করে তাদের সবারই সম্ভাবনা রয়েছে।
ভক্তরা আমার সাথে যে ভাবে যোগাযোগ করবে : ফেসবুকে।
প্রথমদিন স্টুডিওতে গান করার অনুভূতি : খুব ভয় ভয় লাগছিলো। কারন প্রথম একটা মাইকের সামনে গান গাওয়াটা একটু অন্য রকম অভিজ্ঞতা।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় : যা হতে চেয়েছো তা হয়েছে কি ? নাকি সমাজের চাপে হতেই পারোনি। মনে যার রং তুলি পাঞ্জাবী, বাইরে সে স্যুট পরা পথচারী।
সবচেয়ে ভালবাসি : পরিবারকে।
সবচেয়ে ঘৃনা করি : যারা ভেদাভেদ সৃষ্টি করে তাদেরকে।
সবচেয়ে বড় বন্ধু : গিটার।
সবচেয়ে বড় শত্রু : মোবাইল।
আমার কাছে ভালবাসা : নিস্বার্থ ভাবে ভালোবেসে একজন আরেক জনের সুস্থতা কামনা করা।
আমার কাছে সৌন্দর্য : খুবই সাধারনকে বুঝায়।
দেশে আপনি কোন্ স্থানটি পছন্দ করেন কনসার্টের জন্য (শহরে/জেলা) : আর্মি স্টেডিয়াম।
যেসব দেশে কনসার্ট করেছেন এবং ঘুড়েছেন : লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা ইত্যাদি আরো অনেক দেশে।
সংগ্রহ – আরিফুল ইসলাম রনি